অমর একুশে ফেব্রুয়ারি
“”””””””””””””””””””‘””
এম হায়দার চৌধুরী।
ভাষা শহীদদের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
সব ভুলে যাই বায়ান্নর
একুশ কি ভুলিতে পারি?
ভাষা শহীদদের স্মরণে
বাজে মুক্তির আহ্বান,
মুক্ত চেতনায় যুক্ত হতে
উড়াই লাল-সবুজ নিশান
ভাষা রক্ষায় জীবন দিতে
শুধু বাঙালিরা পারে,
রক্তে লেখা বীরত্ব গাঁথা
স্বীকৃত বিশ্বের দরবারে।
ভাষা রক্ষায় অকাতরে
যারা দিয়ে গেল প্রাণ,
অকুতোভয় নির্ভীক তারা,
মুক্তির চেতনা, বিদ্রোহী গান।
বাংলায় হাসি বাংলায় কাঁদি
বাংলাতে গান গাই
বলো যতো দেশ, বলো যতো ভাষা
বাংলার মতো নাই।