আত্মহত্যা প্ররোচনা মামলায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ কর্তৃক ০৫( পাঁচ) জন গ্রেফতার।
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানাধীন আউচ পাড়াস্থ মেরিট স্কুলের পাশে ডিসিস্ট জাহিদ হাসান জনী(২১)কে পাওনা টাকার জন্যে ঘরে আটকে রেখে আত্মহত্যার দিকে ঠেলে দেয়ার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
নিহত জনীর পিতা-মৃত রোকন উদ্দিন,সাং-বিয়ার্তা,থানা-ত্রিশাল,ময়মনসিংহ, লিয়াকত আলি খান এর ভাড়া বাসায় গত ০৮/১১/২৩ তারিখ আত্মহত্যা করেন।
তিনি পুবাইল থানা এলাকায় banglalink সিম বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। সিম বিক্রয়ের টাকা নির্দিষ্ট সময়ে বুঝিয়ে না দেওয়ায় বাংলালিংক কোম্পানির প্রতিনিধি ১। মোঃ হেমায়েত হোসেন(৩৩), ২। মোহাম্মদ খোরশেদ আলম (৩০), ৩। মোঃ বিল্লাল (৩০)- গন গত ০৭/১১/৩০ টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। পরবর্তীতে টাকা না পাইয়া গত ০৮/১১/২৩ তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় বাংলালিংক কোম্পানীর উল্লেখিত ০৩ জন সহ বাড়ীওয়ালা ৪।লিয়াকত আলী খান,তার মেয়ের জামাই ৫। মোঃ সালাউদ্দিন শুভ এবং বাড়ীওয়ালা মালিক সমিতির লোকজনসহ টাকার জন্য ডিসিস্ট জনীকে বাড়ীওয়ালার একটা কক্ষে আটকাইয়া রাখিয়া বাহির থেকে তালাবদ্ধ করে দেয়। ডিসিস্ট জনীর স্ত্রী নূসরাত জাহান তিশাকে বাড়ীওয়ালার মেয়ের সাথে রাখে। ০৮/১১/২৩ তারিখ সকাল ১০ টার সময় আসামী গণ তালা খুলিয়া ভেতর থেকে আটকানো থাকায় দরজা ভাঙ্গিয়া দেখতে পায় ভিকটিম জাহিদ হাসান জনী উল্লেখিত কক্ষের সিলিং ফ্যানের সহিত রশ্মি বাধিয়া গলায় ফাসঁ লাগাইয়া ঝুলিয়া আছে। থানা পুলিশ সংবাদ পাইয়া মৃত দেহের সুরতহাল প্রস্তুত করতঃ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।
এ সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানার মামলা নং-০৬,তারিখ-০৯/১১/২০২৩,
ধারাঃ- ৩০৬ দন্ডবিধি রুজু করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পশ্চিম থানার এসআই/শরীফ হোসেন টঙ্গী পশ্চিম থানাধীন শফিউদ্দিন এলাকা থেকে এজাহার নামীয় উপরে উল্লেখিত ০৫ (পাঁচ) আসামীদের গ্রেফতার করেন।