আমতলীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন
মো: শহিদুল ইসলাম শাওন, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ-
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্য ছিল র্যালী ও আলোচনা সভা।
বেলা সাড়ে ১১ টায় আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা প্রকৌশলী আব্দুলাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন।
বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খাঁন, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, সোহেলী পারভীন মালা, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, আমতলী উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ সাইদ খোকন , আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, ইউপি সচিব জাকির হোসেন প্রমুখ।