ইউকে প্রবাসী সাংবাদিকদের নিয়ে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের অন্তরঙ্গ আড্ডা
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট মীর গোলাম মোস্তফা ও সাবেক যুগ্ম সম্পাদক লিভারপুল বাংলা প্রেসক্লাবের সভাপতি প্রকৌশলী ফখরুল আলমকে নিয়ে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে অন্তরঙ্গ আড্ডা অনু্ষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মঈনুল হাসান রতনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সভাপতি ও প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট মীর গোলাম মোস্তফা, লিভারপুল বাংলা প্রেসক্লাবের সভাপতি ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক প্রকৌশলী ফখরুল আলম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, সাবেক সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি সমুজ আলী আহমেদ, সাবেক সভাপতি আসম আফজল আলী, রেলওয়ে পুলিশ ফাড়ির আইসি মীর সাব্বির আহমেদ, সহ-সভাপতি এডভোকেট আব্দুল আলিম তালুকদার, সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, সাবেক সাধারন সম্পাদক হারুন সাই, সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাবেক সহ-সভাপতি সমীরন চক্রবর্তী শংকু, নওরোজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল হক রেনু, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন টিটু, সৈয়দ ছয়ফুর রহমান, শাহ মোস্তফা কামাল, সত্যজিত বসাক, আব্দুল খালেক, আব্দুল আহাদ প্রমুখ।