ইতিহাসের পাতা থেকে আজকের দিনে

0
11

ইতিহাসে আজকের দিনে
~~~~~~~~~~~~~~
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী।

আজ, শনিবার।
৫ নভেম্বর/২০২২ খ্রি.
২০ কার্তিক/১৪২৯ বঙ্গাব্দ. (হেমন্তকাল)
১০ রবিউস সানি /১৪৪৪ হিজরী।

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৯তম দিন।
বছর শেষ হতে আরো ৫৬ দিন বাকি রয়েছে।

আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৫৫৬ – পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হেমু পরাস্ত হন।
১৭৯৫ – বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।
১৯৭৫ – অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট খন্দকার মোশতাক সেনাবাহিনীর হাতে পদচ্যুত হন।
১৯৯৩ – ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরো কর্পস গঠন করে।
১৯৯৬ – পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি বেনজির ভুট্টোর সরকারকে বরখাস্ত করেন এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন।
২০০২ – যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বুশের রিপাবলিকান পার্টি বিজয় লাভ করে।
২০২০ – নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন জেসিন্ডা আরর্ডান।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৭০ – চিত্তরঞ্জন দাশ, বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ।(মৃ.১৬/০৬/১৯২৫)
১৮৮৭ – বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়, স্বদেশী আন্দোলনের প্রথম যুগের রাজনৈতিক ব্যক্তিত্ব ও বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা ও বিপ্লবী।(মৃ.১৪/০১/১৯৫৪)
১৮৮৮ – লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী।(মৃ.২৭/০৩/১৯৪৪)
১৮৯৩ – প্রতিমা ঠাকুর, ঠাকুর পরিবারের লেখক, কবি, চিত্রশিল্পী ও নৃত্যবিশারদ। (মৃ.১৯৬৯)
১৯০৫ – ধীরাজ ভট্টাচার্য, বাংলা ও হিন্দি চলচ্চিত্রের প্রথম দিকের সফল অভিনেতা।(মৃ.১৯৫৯)
১৯১৮ – বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকে বাণী রায়। (মৃ.১৯৯২)
১৯৫৫ – ভারতের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপার।
১৯৫৯ – ব্রায়ান এডামস, কানাডীয় গায়ক, গিটারবাদক ও গীতিকার।
১৯৬৪ – আবেদি পেলে, ঘানার প্রখ্যাত ফুটবলার।
১৯৭৪ – অ্যাঞ্জেলা নাথালিয়া গসসোও, জার্মান গায়ক ও গীতিকার।
১৯৭৯ – ডেভিড সুয়ায, হন্ডুরাসের ফুটবলার।
১৯৮৩ – মাইক হাঙ্কে, জার্মান ফুটবলার।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯৭৪ – অহীন্দ্র চৌধুরী, বাঙালি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব।(জ.১২/০৮/১৮৯৫)
১৯৯৫ – ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রবিন।
২০০৬ – ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আল দুজাইল ট্রায়ালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
২০১১ – ভূপেন হাজারিকা, স্বনামধন্য ভারতীয় কন্ঠশিল্পী।(জ.০৮/০৯/১৯২৬)
২০১২ – যাত্রাসম্রাট শান্তিগোপাল পাল, কিংবদন্তি বাঙালি যাত্রাশিল্পী ।
২০২১ – ‘দুঃখের রানী’ হিসেবে পরিচিত ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা।(জ.২২/০৭/১৯৯৫)

দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~~~
আন্তর্জাতিক ছুটি কর্জতা দিবস।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন