ইতিহাসে আজকের দিনে
~~~~~~~~~~~~~~
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী।
আজ, সোমবার।
৭ই নভেম্বর/২০২২ খ্রি.
২১শে কার্তিক/১৪২৯ বঙ্গাব্দ. (হেমন্তকাল)
১১ই রবিউস সানি /১৪৪৪ হিজরী।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১১তম দিন।
বছর শেষ হতে আরো ৫৪ দিন বাকি রয়েছে।
আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৬৬৫ – বৃটেনের সরকারী প্রকাশনা দ্যা লন্ডন গেজেট প্রথম প্রকাশিত হয়।
১৯২৪ – রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।
১৯৪১ – পার্ল হারবারে জাপানীদের বোমা আক্রমণ শুরু হয়।
১৯৫৬ – জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে যুদ্ধের অবসান ঘটে।
১৯৭৫ – বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহী জনতার মিলিত অভ্যুত্থানে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হন।
১৯৭৫ – খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সিপাহীদের গুলিতে নিহত হন।
১৯৯৬ – ভারতের অন্ধ্র প্রদেশে সাইক্লোনে আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটে।
২০২০ – বিশ্বের প্রথম ৬জি উপগ্ৰহ উৎক্ষেপণ করে চীন।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৫৮ – বিপিন চন্দ্র পাল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।(মৃ.২০/০৫/১৯৩২)
১৮৮৮ – স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন, ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থ বিজ্ঞানী।(মৃ.২১/১১/১৯৭০)
১৯২২ – গোলাম আযম, বাংলাদেশী রাজনৈতিক নেতা। রাজাকার, যুদ্ধাপরাধী
১৯৩১ – আমিনুল ইসলাম একজন বাংলাদেশী চিত্রশিল্পী।
১৯৫৪ – কমল হাসান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৭১- ঋতুপর্ণা সেনগুপ্ত, বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী।
১৯৭৮ – রিও ফার্ডিনান্ড, ব্রিটিশ ফুটবলার।
১৯৭৯ – রাইমা সেন, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
১৯৮১ – অনুষ্কা শেট্টি,ভারতীয় ছবির নায়িকা, যিনি প্রকৃতরুপে তেলুগু, তামিল ছবিতে কাজ করেন।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৬২ – বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।(জ.২৪/১০/১৭৭৫)
১৯২৩ – অশ্বিনীকুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।(জ.২৫/০১/১৮৫৬)
১৯৭৫ – খালেদ মোশাররফ, বাংলাদেশী মুক্তিযোদ্ধা, ও প্রধান সামরিক আইন প্রশাসক।
১৯৭৫ – এ.টি.এম. হায়দার, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
২০১১ – হেভিওয়েট মুষ্টিযোদ্ধা জো ফ্রেজিয়ার।
২০১৯ – বাঙালি কবি,লেখিকা এবং শিক্ষাবিদ নবনীতা দেবসেন।(জ.১৩/০১/১৯৩৮)
দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~~~
জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস (ভারত)।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, বাংলাদেশ।