ইতিহাসের পাতা থেকে আজকের দিনে

0
6

ইতিহাসে আজকের দিনে
~~~~~~~~~~~~
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী।

আজ, শনিবার।
১২ই নভেম্বর/২০২২ খ্রি.
২৭শে কার্তিক/১৪২৯ বঙ্গাব্দ. (হেমন্তকাল)
১৬ই রবিউস সানি /১৪৪৪ হিজরী.

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১৬তম দিন। বছর শেষ হতে আরো ৪৯ দিন বাকি রয়েছে।

আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~
১৭৮১ – ব্রিটিশ বাহিনী দক্ষিণ ভারতের নাগাপাট্টম দখল করে।
১৮৩৭ – দেশীয় ও ইউরোপীয় ভূ-স্বামীদের স্বার্থরক্ষার্থে ভারতে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।
১৯১৩ – রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়।
১৯৩০ – ভারতে ব্রিটিশবিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়।
১৯৪৭ – ভারতের স্বাধীনতার পর জাতির জনক মহাত্মা গান্ধী আজকের দিনে প্রথম ও শেষ বারের মত আকাশবাণী দিল্লি কেন্দ্র পরিদর্শন করেন ও ভাষণ দেন।
১৯৫৬ – ইসরাইলী সেনারা ফিলিস্তিনের গাজার রাফা শহরে ফিলিস্তিনী শরণার্থী শিবিরে গণহত্যা চালায়।
১৯৭০ – বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে দশ থেকে পনের লাখ লোক প্রাণ হারান।
১৯৮৩ – বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত বরাবর ভারতের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ শুরু হয়।
১৯৯৬ – বাংলাদেশ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে মানবতাবিরোধী কালাকানুন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়।
১৯৯৬ – ভারতের হরিয়ানার আকাশে উড্ডয়নরত দুটি বিমানের সংঘর্ষে ৩৫০ ব্যক্তি নিহত হয়।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~
১৮১৭ – বাহাউল্লা নামে পরিচিত আধ্যাত্মিক নেতা মির্জা হুসায়েইন আলী নুরি জন্মগ্রহণ করেন। তিনি বাহাই বিশ্বাসের জনক।
১৮৯৬ – সালিম আলী, বিখ্যাত ভারতীয় পক্ষীবিদ ও প্রকৃতিপ্রেমী।(মৃ.২৭/০৭/১৯৮৭)
১৯২৭ – রবীন্দ্র সংগীতে অকাদেমি পুরস্কার বিজয়ী (২০১০) দ্বিজেন মুখোপাধ্যায়,প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার ও সঙ্গীত শিল্পী।(মৃ.২৪/১২/২০১৮)
১৯৩৪ – দিলীপ মহলানবিশ, ওআরএস-স্রষ্টা ভারতীয় বাঙালি শিশুরোগ বিশেষজ্ঞ। (মৃ.২০২২)
১৯৩৮ – বেলাল চৌধুরী,বাংলাদেশী কবি।(মৃ. ২০১৮)
১৯৪৮ – হাসান রুহানি, তিনি ইরানের আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম রাষ্ট্রপতি।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~
১৯২৯ – স্যার মণীন্দ্র চন্দ্র নন্দী, কাশিমবাজারের মহারাজা ও মানবতাবাদী ব্যক্তিত্ব।(জ.২৯/০৫/১৮৬০)
১৯৪৬ – ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মদনমোহন মালব্য।(জ.২৫/১২/১৮৬১)
১৯৬৯ – অজিতকুমার গুহ, বাঙালি শিক্ষাবিদ এবং লেখক। (জ.১৫/০৪/১৯১৪)
২০০৭ – ইরা লেভিন, তিনি ছিলেন আমেরিকান লেখক ও নাট্যকার।
২০১৩ – আলেকজান্ডার সেরেবরভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।
২০১৮ – স্ট্যান লি, মার্কিন কমিক বই লেখক, সম্পাদক, প্রযোজক ও প্রকাশক।(জ.২৮/১২/১৯২২)
২০১৯ -রাম রে নামে সুপরিচিত ভারতের বিজ্ঞাপন জগতের এক কিংবদন্তি।(জ.২৭/০১/১৯৪৩)

দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~
বিশ্ব নিউমোনিয়া দিবস
জনসেবা প্রসারণ দিবস। (ভারত)
বিশ্ব স্থাপত্য দিবস৷

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন