ইতিহাসে আজকের দিনে
~~~~~~~~~~~~
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী।
আজ, শুক্রবার।
৯ ডিসেম্বর/২০২২ খ্রি.
২৪ অগ্রহায়ন/১৪২৯ বঙ্গাব্দ.
১৪ জমা. আউয়াল /১৪৪৪ হিজরী.
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৪৩তম দিন। বছর শেষ হতে আরো ২২ দিন বাকি রয়েছে।
আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~
১৭৫৮ – ভারতের মাদ্রাজকে নিয়ে উপনিবেশবাদী বৃটেন ও ফ্রান্সের মধ্যে ১৮ মাসের যুদ্ধ শুরু হয়।
১৮৮৩ – ভবতারিণী (মৃণালিনী) দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়।
১৯১৭ – প্রথম মহাযুদ্ধে তুরস্কের ওসমানীয় সরকারের সেনারা ফিলিস্তিনে ইংরেজ সেনাদের কাছে পরাজিত হয়।
১৯২৪ – কলকাতা ইসলামিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৪০ – লিবিয়ার বেনগাজীতে ব্রিটিশ আক্রমণ।
১৯৭১ – সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘে যোগ দেয়।
১৯৮৭ – অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনী জনগণের ইন্তিফাদা গণ-জাগরণ শুরু হয়।
১৯৯৭ – ১১ তারিখ পর্যন্ত ইসলামী সম্মেলন সংস্থার অষ্টম শীর্ষ সম্মেলন ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~
১৪৮৪ – সুরদাস ছিলেন মধ্যযুগীয় ভক্তিবাদী সন্তকবি। (মৃ.১৫৮৩)
১৮৭৯ – বাঙালি বহুভাষাবিদ পণ্ডিত এবং প্রাবন্ধিক অমূল্যচরণ বিদ্যাভূষণ।(মৃ.১৯৪০)
১৮৮০ – বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, খ্যাতিমান বাঙালী সাহিত্যিক এবং সমাজ সংষ্কারক। (মৃ.০৯/১২/১৯৩২)
১৯১৬ – হলিউড কিংবদন্তি কার্ক ডগলাসের। (মৃত্যু: ৫ ফেব্রুয়ারি ২০২০)
১৯২৭ – ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাস।
১৯৩৮ – বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার মীর শওকত আলী।
১৯৮১ – দিয়া মির্জা, ভারতীয় একজন মডেল এবং অভিনেত্রী।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~
১৯১৬ – জাপানি ঔপন্যাসিক সোসেকি নাৎসুম।
১৯৩২ – বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। (জ.০৯/১২/১৮৮০)
১৯৪১ – রাশিয়ান লেখক ও দার্শনিক দিমিত্রি মেরজোকোভস্কি।
১৯৪২ – দ্বারকানাথ কোটনিস, ভারতের পাঁচজন চিকিৎসকের মধ্যে একজন যাঁরা দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময় চীনে চিকিৎসা সহায়তায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। (জ.১০/১০/১৯১০)।
১৯৫৫ – জার্মান গণিতবিদ হেরমান ভাইল।
১৯৭০ – ফিরোজ খান নুন, পাকিস্তানি রাজনীতিবিদ, পাকিস্তানের ৭ম প্রধানমন্ত্রী।
দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস৷
আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস৷
জাতীয় রোকেয়া দিবস (বাংলাদেশ)৷