ইতিহাসে আজকের দিনে
~~~~~~~~~~~~~~
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী।
আজ, বুধবার।
২৮ ডিসেম্বর/২০২২ খ্রি.
১৩ পৌষ/১৪২৯ বঙ্গাব্দ.
৩ জমা. সানি /১৪৪৪ হিজরী।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬২তম দিন।
বছর শেষ হতে আরো ৩ দিন বাকি রয়েছে।
আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৮৫ – ভারতের মুম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯১০ – ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।
১৯২১ – কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্বোধন হয়।
১৯৫৬ – বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) গঠিত হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।
১৯৭৪ – বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা হয়।
১৯৭৯ – ঢাকার কুর্মিটোলায় জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের (বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়।
১৯৮৪ – ত্রিশতম সেঞ্চুরিটি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার কর্তৃক ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।
২০২০ – মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৮৯ – স্যার এ এফ রহমান, শিক্ষাবিদ।
১৯১১ – ফণী মজুমদার, ভারতের হিন্দি চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯৪)
১৯২৬ – ডোনাল্ড কার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
১৯৩৭ – রতন টাটা, ভারতীয় শিল্পপতি।
১৯৪১ – ইন্তেখাব আলম, পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।
১৯৪১ – রিজিয়া রহমান, লেখক।
১৯৪৪ – ক্যারি মুলিস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবরসায়নবিজ্ঞানী। (মৃ. ২০১৯)
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯২৭ – হাকিম আজমল খান, হিন্দু-মুসলমান একতার সক্রিয় কর্মী, ইউনানি চিকিৎসক।
১৯৩৬ – রাজিয়া খান, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক।
১৯৮৩ – ভারতীয় বাঙালি গায়ক চলচ্চিত্র অভিনেতা ও নাট্য অভিনেতা রবীন মজুমদার। (জ.১৯১৯)
১৯৮৭ – হ্যাপী আখন্দ, বাংলাদেশী পপ রক গায়ক।
১৯৯৩ – আব্দুল জব্বার খান, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার।
১৯৯৮ – ভৈরব গঙ্গোপাধ্যায়, বাঙালি যাত্রাপালাকার। (জ. ১৯৩৪)
২০১১ – রাজিয়া খান, বাংলাদেশী সাহিত্যিক।
দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~~~
• কিং তাসকিন ম্যামোরিয়াল ডে (থাইল্যান্ড)
• প্রোক্লেইমেশন ডে (অস্ট্রেলিয়া)
• প্রজাতন্ত্র দিবস (দক্ষিণ সুদান)