ইতিহাসে আজকের দিনে
~~~~~~~~~~~~~~
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী।
আজ, শনিবার।
৩১ ডিসেম্বর/২০২২ খ্রি.
১৬ পৌষ/১৪২৯ বঙ্গাব্দ.
৬ জমা. সানি /১৪৪৪ হিজরী।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬৫তম দিন।
আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~
১৬০০ – ইংল্যান্ডের রাণী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যের চার্টার প্রদান করেন।
১৮৩১ – কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।
১৯২৯ – জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।
১৯৪৮ – কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।
১৯৫৯ – একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূণ্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।
১৯৮৩ – ব্রুনাইর স্বাধীনতা ঘোষণা হয়।
১৯৮৮ – পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষর।
১৯৯৬ – ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন।
২০০৯ – এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৩০ – মিশরের শাসনকর্তা ইসমাইল পাশা।
১৮৮৮ – বেণীমাধব বড়ুয়া, বৌদ্ধ ধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক। (মৃ.২৩/০৩/১৯৪৮)
১৯১১ – ড. মোহম্মদ ইব্রাহিম, বাংলাদেশি চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী।
১৯১৮ – আজিজুর রহমান মল্লিক, বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষক।
১৯৩৪ – অমলেন্দু চক্রবর্তী, প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং প্রাবন্ধিক। (মৃ.১৫/০৬/২০০৯)
১৯৩৮ – লেখক আল কামাল আবদুল ওহাব।
১৯৪০ – প্রখ্যাত ভারতীয় বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী পার্থ ঘোষ।(মৃ.২০২২)
১৯৪৮ – হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশি কবি ও লেখক, বাংলা একাডেমির মহাপরিচালক।
১৯৫২ – ত্রিদিব দস্তিদার, বাংলাদেশি কবি।
১৯৭০ – ফজিলাতুন্নেসা বাপ্পী, বাংলাদেশি আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (মৃ. ২০২০)
১৯৮৬ – নাঈম ইসলাম, বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯১৬ – রাসপুটিন, রুশ যাজক।
১৯২১ – মীর্জা কুচাক খান জাঙ্গালী, ইরানের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং ধর্মীয় ব্যক্তিত্ব।
১৯৮৩ – মোহাম্মদ সুলতান, বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ।
১৯৯০ – মণি সিংহ, বাংলাদেশের একজন প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
২০০৬ – শেফালী ঘোষ, বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী। (জ.১৯৪১)
দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~~~
° ছুটি ও অন্যান্য
সম্পাদনা
° আন্তর্জাতিক সংহতি দিবস (আজারবাইজান)
° নভি গড ইভ (রাশিয়া)
° অমিসোকা (জাপান)
° খাঞ্জা উৎসব এর ষষ্ঠ দিন (আমেরিকা)।
° ব্যাংক হলিডে (বাংলাদেশ)