ইতিহাসে আজকের দিনে

0
3

ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~
আজ, শুক্রবার।
৮ ডিসেম্বর/২০২৩ খ্রি.
২৩ অগ্রহায়ন ১৪২৯ বঙ্গাব্দ,
২৩ জমা: আউয়াল ১৪৪৫ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৪২তম (অধিবর্ষে ৩৪৩তম) দিন। বছর শেষ হতে আরো ২৩ দিন বাকি রয়েছে।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৯৩০ – কলকাতা শহরের মহাকরণে অলিন্দ যুদ্ধে বিনয় বসু,বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত অত্যাচারী ইংরেজ অফিসার এন জি সিম্পসন হত্যা করেন।
১৯৪৬ – সংবিধান রচনার জন্য দিল্লিতে ভারতের গণপরিষদের প্রথম সভা হয়।
১৯৪৯ – চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেক মাওসেতুং এর নেতৃত্বে কমিউনিস্ট দলের সমর্থকদের কাছে পরাজিত হওয়ার পর কিছু সংখ্যক সমর্থক নিয়ে তাইওয়ানে পালিয়ে যান।
১৯৭১ – ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচী বন্দরে হামলা করে।
১৯৭১ – শেরপুরের নকলা পাক হানাদার মুক্ত হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।
১৯৭৪ – গ্রীসে রাজতন্ত্র বিলুপ্ত হয়।
১৯৮৫ – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তথা সার্ক ঢাকায় গঠিত হয়।
১৯৮৭ – ফিলিস্তিনে ইহুদি বসতকারী ইজরায়েলের সৈন্যরা গাজা সীমান্তে এক সড়ক ‘দূর্ঘটনায়’ ৪ ফিলিস্তিনিকে হত্যা করে ও ৭ জনকে আহত করে। এর ফলে ইন্তিফাদা আন্দোলন শুরু হয়।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯০০ – ভারতের খ্যাতিমান নৃত্যশিল্পী, নৃত্যপরিকল্পক ও অভিনেতা উদয়শঙ্কর।( মৃ.২৬/০৯/১৯৭৭)
১৯১৩ – কমিউনিস্ট বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবীশ।(মৃ.১৯/০৫/১৯৮৭)
১৯৪১ – জিওফ্রে চার্লস হার্স্ট, ইংরেজ ফুটবলার।
১৯৪২ – হেমন্ত কানিদকর, ভারতীয় ক্রিকেটার।
১৯৪৩ – জিম মরিসন, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং কবি।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯০০ – ভারতের খ্যাতিমান নৃত্যশিল্পী, নৃত্যপরিকল্পক ও অভিনেতা উদয়শঙ্কর।( মৃ.২৬/০৯/১৯৭৭)
১৯১৩ – কমিউনিস্ট বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবীশ।(মৃ.১৯/০৫/১৯৮৭)
১৯৪১ – জিওফ্রে চার্লস হার্স্ট, ইংরেজ ফুটবলার।
১৯৪২ – হেমন্ত কানিদকর, ভারতীয় ক্রিকেটার।
১৯৪৩ – জিম মরিসন, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং কবি।

সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন