ইতিহাসে আজকের দিনে

0
1

ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, রবিবার।
৪ ফেব্রুয়ারি/২০২৪ খ্রি.
২১ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ,
২২ রজব ১৪৪৫ হিজরি।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫তম দিন। বছর শেষ হতে আরো ৩৩০ (অধিবর্ষে ৩৩১) দিন বাকি রয়েছে।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৬২৮ – সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।
১৭৯২ – যুদ্ধে পরাজিত হওয়ার পর টিপু সুলতান অর্ধেক মহীশুর ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন।
১৭৯৪ – ফরাসি আইনসভা দাসপ্রথা বিলুপ্ত করে।
১৯২২ – বাংলার গভর্নর-জেনারেল রোনাল্ডসে কলকাতার “স্কুল অফ ট্রপিক্যাল ডিজিজেস”-এর দ্বারোদ্‌ঘাটন করেন।
১৯৪৮ – সিংহল (পরবর্তীতে শ্রীলঙ্কা নামকরণ হয়) স্বাধীন হয়।
১৯৪৯ – নির্মাণের ১৭৬ বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
১৯৫২ – রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ধর্মঘট।
১৯৬৯ – ইয়াসির আরাফাত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হন।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটেন, পশ্চিম জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও ইসরায়েলসহ দশটি দেশ।
১৯৭২ – বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।
১৯৭৫ – যশোরের নির্বাচিত সাংসদ মাইনুদ্দিন মিঞাজী আততায়ীর গুলিতে নিহত হন।
২০০৪ – সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালু হয়।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
৬২৭ – উম্মে কুলসুম বিনতে আলী।
১৮৩৮ – কত্থক ঘরানার ভারতীয় নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ নামে সুপরিচিত ব্রিজমোহন মিশ্র। (মৃ.২০২২)
১৮৯১ – এম. এ. আয়েঙ্গার, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, লোকসভার ২য় স্পিকার। (মৃত্যু. ১৯৭৮)
১৯১৭ – ইয়াহিয়া খান, পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
১৯১৮ – বাঙালি ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক ও ছোটগল্প কার নারায়ণ গঙ্গোপাধ্যায়।(মৃ.০৬/১১/১৯৭০)
১৯২১ – লতফি জাদেহ, ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
১৯২২ – ভারতীয় কণ্ঠশিল্পী ভারত-রত্ন পণ্ডিত ভীমসেন জোশী।(মৃ.২৪/০১/২০১১)
১৯২৫ – জনপ্রিয় বাঙালি সাহিত্যিক চিত্তরঞ্জন মাইতি।( মৃ.২০১৩)
১৯৩৬ – ফজল শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রখ্যাত কবি।
১৯৭৪ – ঊর্মিলা মাতন্ডকর, ভারতীয় অভিনেত্রী।
১৯৮৬ – মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশি ক্রিকেটার।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~
১৯১২ – মনোমোহন বসু, বাঙালি কবি, নাট্যকার ও হিন্দুমেলার সংগঠক।(জ.১৭/০৭/১৮৩১)
১৯৭৪ – সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পদার্থবিজ্ঞানী।(জ.০১/০১/১৮৯৪)
১৯৭৪ – বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী অনাদিকুমার ঘোষদস্তিদার।(জ.১৯০৩)
১৯৯০ – মৈত্রেয়ী দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক।(জ.১৯১৪)
১৯৯৩ – একজন বাঙালি কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিক্ষাবিদ সানাউল হক।
১৯৯৭ – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য আজিজুর রহমান মল্লিক।
১৯৯৮ – রবি ঘোষ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।(জ.২৪/১১/১৯৩১)
২০০১ – প্রখ্যাত ভারতীয় ক্রিকেটার পঙ্কজ রায়।(জ.৩১/০৫/১৯২৮)
২০২৩ – বাণী জয়রাম, প্রখ্যাত ভারতীয় গায়িকা। (জ.১৯৪৫)

ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~
•বিশ্ব ক্যান্সার দিবস।

সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন