ইতিহাসে আজকের দিনে

0
1

ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, বুধবার।
৭ ফেব্রুয়ারি/২০২৪ খ্রি.
২৪ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ,
২৫ রজব ১৪৪৫ হিজরি।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৮তম দিন। বছর শেষ হতে আরো ৩২৭ (অধিবর্ষে ৩২৮) দিন বাকি রয়েছে।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৮৫৬ – অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।
১৮৬৫ – ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়।
১৯৭৪ – মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে।
১৯৯১ – পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুম-লে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে।
১৯৯২ – অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি সাক্ষরিত হয়।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৭১ – আমাশা রোগের জীবাণু আবিস্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশি জন্মগ্রহণ করেন।
১৯০৪ – চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।(মৃ.১১/১১/১৯৮০)
১৯০৭ – বিধায়ক ভট্টাচার্য ভারতের বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক ।(মৃ.১৫/১১/১৯৮৬)
১৯৫৮ – ম্যাট রিডলি, ইংরেজ বিজ্ঞান লেখক।
১৯৭৮ – অ্যাশ্‌টন কুচার, একজন মার্কিন অভিনেতা।
১৯৯২ – তাইজুল ইসলাম, একজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি স্পিনার

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~
১৯৭৯ – সাহিত্যিক কমলকুমার মজুমদার মৃত্যুবরণ করেন।
১৯৮২ – অনিল মুখার্জি, বাংলাদেশী লেখক ও রাজনীতিবিদ।
১৯৮৪ – জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী।(জ.০৪/১১/১৮৯৭)
১৯৯২ – রাধারমণ মিত্র মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক।(জ.২৩/০২/১৮৯৭)
২০০৫ – নারায়ণ সান্যাল, বাঙালি সাহিত্যিক।(জ.১৯২৪)
২০১১ – প্রখ্যাত বাঙালি লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী।(জ.১৯৪৯)[১]
২০২১ – শান্তিনিকেতনের চিনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুর(জ.১৯২২)

সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন