ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, রবিবার।
১১ ফেব্রুয়ারি/২০২৪ খ্রি.
২৮ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ,
২৯ রজব ১৪৪৫ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪২তম দিন। বছর শেষ হতে আরো ৩২৩ (অধিবর্ষে ৩২৪) দিন বাকি রয়েছে।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৫৫৬- সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।
১৯৭৮ – চীন কর্তৃক এরিস্টটল, শেক্সপিয়ার এবং ডিকেন্সের উপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা।
১৯৭৯ -আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলকে জাতীয় স্মারকস্তম্ভ হিসাবে ঘোষণা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইর।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৬১ -ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতের বাঙালি ব্রহ্মবাদী ব্যক্তিত্ব, সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামী (মৃ.২৭/১০/১৯০৭)
১৮৮২ – ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, একজন বাঙালি কবি ও ছড়াকার।(মৃ.২৫/০৬/১৯২২)
১৯০২ – গোপাল হালদার, সাহিত্যিক,সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী।(মৃ.০৩/১০/১৯৯৩)
১৯১৫ – রিচার্ড হ্যামিং, মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৮ – বেভান কংডন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
১৯৪৩ – আসাদ চৌধুরী, বাংলাদেশী লেখক ও কবি।
১৯৪৪ – বুদ্ধদেব দাশগুপ্ত ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি।(মৃ.২০২১)
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~
৬৪১ – হেরাক্লিউস, বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট।
১৯৬২ – সজনীকান্ত দাস ভারতের বাঙালি কবি সাহিত্য সমালোচক ও সম্পাদক ।(জ.২৫/০৮/১৯০০)
১৯৭৪ – সৈয়দ মুজতবা আলী, বাংলাদেশী বাঙালি সাহিত্যিক।(জ.১৯০৪)
১৯৭৮ – সত্যপ্রিয় রায়, পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা। (জ.১৯০৭)
১৯৮০ – রমেশচন্দ্র মজুমদার ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ। (জ.৪/১২/১৮৮৪)
২০২২ – ভারতীয় বাঙালি অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা।
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~