ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, সোমবার।
১২ ফেব্রুয়ারি ২০২৪,
২৯ মাঘ ১৪৩০,
০১ শাবান ১৪৪৫
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৩তম দিন। বছর শেষ হতে আরো ৩২২ (অধিবর্ষে ৩২৩) দিন বাকি রয়েছে।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইতালি।
১৯৭৩ – উত্তর ভিয়েতনাম প্রথম মার্কিন যুদ্ধবন্দি দলকে মুক্তি প্রদান করে।
১৯৮১ – কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে।
১৯৯৩ – কপিল দেবের টেস্ট ক্রিকেটে ৪ শ’ ইউকেট ও ৫ হাজার রান সংগ্রহের রেকর্ড।
১৯৯৬ – প্যালেস্টাইন অথারিটির রাষ্ট্রপতি পদে শপথ নেন ইয়াসির আরাফাত।
১৯৯৭ – বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৮ – বিমান দুর্ঘটনায় সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট লে. জে. আল বুজায়ের ও তথ্যমন্ত্রী ইব্রাহিম নিহত।
১৯৯৯ – অভিশংসনের অভিযোগ থেকে মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের অব্যাহিত।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮০৯ – আব্রাহাম লিংকন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
১৮২৪ – দয়ানন্দ সরস্বতী হিন্দু ধর্ম গুরু ও সমাজ সংস্কারক এবং আর্যসমাজের প্রতিষ্ঠাতা। (মৃ.৩০/১০/১৮৮৩)
১৮৭১ – দীনবন্ধু চার্লস ফ্রিয়ার এন্ড্রুজ ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক। (মৃ.০৫/০৪/১৯৪০)
১৯০০ – ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মধু বসু (মৃ.১৯৬৯)
১৯১১ – বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ জন্মগ্রহণ করেন।
১৯১৫ – মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামী আউং সান জন্মগ্রহণ করেন।
১৯১৯ – সুভাষ মুখোপাধ্যায়, ভারতের বাঙালি পদাতিক কবি।(মৃ.০৮/০৭/২০০৩)
১৯২০ – প্রাণ, ভারতীয় অভিনেতা (মৃত্যু ২০১৩)
১৯৪২ – এহুদ বারাক, ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও ১০ম প্রধানমন্ত্রী।
১৯৪৩ – আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক।
১৯৫১ – চৌধুরী রহমত আলি, ব্রিটিশভারতীয়-পাকিস্তানি জাতীয়তাবাদি, পাকিস্তান শব্দের প্রবক্তা।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~
১৯৬১ – অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী। (জ. ১৮৮৪)
১৯৭৫ – মহীউদ্দিন, সাম্যবাদী ধারার বাঙালি কবি। (জ. ১৯০৬)
১৯৭৮ – খগেন্দ্রনাথ মিত্র, প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক।(জ.১৮৯৬)
১৯৮০ – অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার, প্রখ্যাত ভারতীয় বাঙালি ইতিহাসবিদ।(জ.১৮৮৮)
১৯৮২ – ভিক্টোর জোরি, কানাডীয়-আমেরিকান অভিনেতা। (জ. ১৯০২)
২০১৪ – জন পিকস্টোন, ইংরেজ ইতিহাসবিদ ও লেখক। (জ. ১৯৪৪)
ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~
•আন্তর্জাতিক ডারউইন দিবস
•জাতীয় উৎপাদনশীলতা দিবস (ভারত)
•ভেনেজুয়েলা: যুব দিবস
•মায়ানমার: ইউনিয়ন দিবস
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~