ইতিহাসে আজকের দিনে

0
5

ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, বৃহস্পতিবার।
১৫ ফেব্রুয়ারি ২০২৪,
০২ ফাল্গুন ১৪৩০,
০৪ শাবান ১৪৪৫,
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৬তম দিন। বছর শেষ হতে আরো ৩১৯ (অধিবর্ষে ৩২০) দিন বাকি রয়েছে।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
৭০৬ – বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন।
১৭৫৯ – লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম উদ্বোধন করা হয়।
১৭৯৮ – রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৮৭৯ – নারী অধিকার: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রাদারফোর্ড বি. হেইজ সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদেরকে মামলায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন।
১৯২৩ – গ্রীস ইউরোপের এষ রাষ্ট্র হিসেবে গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সিঙ্গাপুরের পতন। জাপানের আক্রমণের পর ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এসময় প্রায় ৮০,০০০ ভারতীয়, ইংরেজ ও অস্ট্রেলীয় সৈনিক যুদ্ধবন্দী হয়।
১৯৭১ – ব্রিটিশ যুক্তরাজ্যের মুদ্রার দশমিকীকরণ হয়।
১৯৭৬ – গণভোটে কিউবার সংবিধান গৃহীত।
১৯৮৯ – সোভিয়েত-আফগান যুদ্ধ: আফগানিস্তান থেকে সকল সৈনিক ফেরত এসেছে এই মর্মে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করে।
১৯৯৬ – বাংলাদেশে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৬৩ – কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের বাঙালি কবি ও সাহিত্যিক।(মৃ.১৯৪৯)
১৯১৬ – শাহ আবদুল করিম, একজন বাংলাদেশি বাউল গানের শিল্পী।
১৯২১ – রাধা কৃষ্ণ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক।
১৯৩০ – রমাতোষ সরকার ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী।(মৃ.১২/০৭/১৯৯৯)
১৯৩১ – ক্লেয়ার ব্লুম, ইংরেজ অভিনেত্রী।
১৯৩৫ – সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা, এবং একজন আমূল নারীবাদী তাত্ত্বিক।
১৯৪০ – হামজা হাজ, ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৯ম উপরাষ্ট্রপতি।
১৯৪৭ – কাজী হায়াৎ, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~
১৮৬৯ – মির্জা গালিব, ভারতীয় কবি (জন্ম ১৭৯৬)
১৯৪৮ – সুভদ্রা কুমারি চৌহান ভারতীয় কবি (জন্ম ১৯০৪)
২০১৯ – বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ।
২০২২ -প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, বাংলা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। (জ.১৯৩১)
২০২২ -ভারতের কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী।(জ.১৯৫২)

সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন