ইতিহাসে আজকের দিনে

0
0

ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, শুক্রবার।
১৬ ফেব্রুয়ারি ২০২৪,
০৩ ফাল্গুন ১৪৩০,
০৫ শাবান ১৪৪৫,
১৬ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৭তম দিন। বছর শেষ হতে আরো ৩১৮ (অধিবর্ষে ৩১৯) দিন বাকি রয়েছে।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৭০৪ – অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রচলন হয়।
১৮০৮ – ফরাসিদের স্পেন দখল।
১৮৭৩ – স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৯৩০ – যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পনী ডু পন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়।
১৯৩৪ – সোশ্যাল ডেমোক্র্যাট ও রিপাবলিকানিশজার স্কাটজবান্ডদের পরাজয়ের মাধ্যমে অস্ট্রীয় গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় সিঙ্গাপুর।
১৯৭৪ – পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, বাংলাদেশ যদি ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার কার্য স্থগিত করে তবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হবে।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮২২ – রাজেন্দ্রলাল মিত্র, আধুনিক ভারততত্ত্ববিদ ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার অন্যতম পথিকৃত ও প্রাবন্ধিক।(মৃ.২৬/৭/১৮৯১)
১৯০৪ -ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদাপ্রসাদ চক্রবর্তী। (মৃ.১৯৬৮)
১৯১১ – অমিতা ঠাকুর রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি। (মৃ.৮/০৩/১৯৯২)
১৯২৭ – শহীদুল্লাহ কায়সার, বাঙালি লেখক ও বুদ্ধিজীবী।
১৯৩৬ – রাজিয়া খান, বাংলাদেশি সাহিত্যিক।
১৯৩৭ – অরুণ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচিত্রাভিনেতা ও নাট্যকার। (মৃ.২০১৪)
১৯৩৯ – বিংশ শতাব্দীর শেষভাবে আবির্ভূত ভারতীয় বাঙ্গালি চিত্রকর যোগেন চৌধুরী
১৯৪২ – এম এ ওয়াজেদ মিয়া, বাংলাদেশি পরমাণুবিজ্ঞানী ও বঙ্গবন্ধুর জামাতা। (মৃ. ২০০৯)
১৯৪৮ – নীলুফার ইয়াসমীন, বাংলাদেশি কণ্ঠশিল্পী।
১৯৫৩ – অলিভিয়া, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~
১৯৩৩ – কালীপদ মুখোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।(জ.১৯১০)
১৯৪৪ -দাদাসাহেব ফালকে, ভারতীয় চলচ্চিত্রের জনক।(জ.৩০/০৪/১৮৭০)
১৯৫৬ – মেঘনাদ সাহা, বাঙালি পদার্থবিদ।(জ.১৮৯৩
১৯৬২ – প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যসেবী হেমেন্দ্রপ্রসাদ ঘোষ। (জ.১৮৭৬)
১৯৮১ – সাহিত্যিক খান মুহম্মদ মইনুদ্দীন মৃত্যুবরণ করেন।
১৯৮২ – শিক্ষাবিদ, গবেবষক ড. মুহম্মদ এনামুল হক মৃত্যুবরণ করেন।
১৯৮৪ – মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক।
১৯৮৯ – নাট্যকার নূরুল মোমেন মৃত্যুবরণ করেন।
১৯৯০ – নুরুল মোমেন একজন বাংলাদেশী অধ্যাপক, শিক্ষাবিদ, নাট্যকার ও নির্দেশক, এবং প্রাবন্ধিক।
১৯৯৯ – কাজী আরেফ আহমেদ, (রাজনীতিবিদ), বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
২০১৬ – বুত্রোস বুত্রোস গালি, জাতিসংঘের ৬ষ্ঠ মহাসচিব।
২০২৩ – তুলসীদাস বলরাম, ভারতের প্রখ্যাত ফুটবলার। (জ.১৯৩৬)

ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~
•বিশ্ব কালনিতা দিবস

সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন