ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আজ, রবিবার।
১৮ ফেব্রুয়ারি ২০২৪,
৫ ফাল্গুন ১৪৩০,
৭ শাবান ১৪৪৫,
১৮ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৯তম দিন। বছর শেষ হতে আরো ৩১৬ (অধিবর্ষে ৩১৭) দিন বাকি রয়েছে।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~~~~
১৯৬৯ – রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আফগানিস্তান।
১৯৭৬ – বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের নাগিরকত্বে ভূষিত করা করা হয়।
১৯৭৯ – বাংলাদেশের জাতীয় পরিষদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
১৯৮৯ – আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করে।
১৯৯১ – কেনিয়ায় গ্রিস দূতাবাসে লুকিয়ে থাকার ৩ দিন পর তুরস্কের কুর্দি নেতা আবদুল্লাহ ওজালানকে গ্রেফতার করা হয়।
১৯৯৭ – বাংলাদেশে প্রথম বেসরকারি বিমান সংস্থার যাত্রীবহন শুরু হয়।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~~~~~~
১৪৮৬ – শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বৈষ্ণব সন্ন্যসী ও ধর্মগুরু, ভারতে গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক।(মৃ.১৫৩৩)
১৮৩০ – হ্যালহেড, বাংলা ভাষা ও সাহিত্যের স্মরণীয় ব্যক্তিত্ব।
১৮৩৬ – প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। (মৃ.১৮৮৬)
১৮৯৪ – রফি আহমেদ কিদোয়াই, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী রাজনীতিক ও সমাজতান্ত্রিক ব্যক্তি। (মৃ.১৯৫৪)
১৯২৭ – মহম্মদ খৈয়াম হাশমি, ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার। (মৃ. ২০১৯)
১৯৩৭ – আনিসুজ্জামান, বাংলাদেশি শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক। (মৃ. ২০২০)
১৯৮২ – গায়ত্রী মহন্ত, ভারতের অসম রাজ্যের চলচ্চিত্র অভিনেত্রী।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~~~~~~
১৫৬৪ – মাইকেলেঞ্জেলো, ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি। (জ.১৪৭৫)
১৮৫১ – কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি, জার্মান গণিতবিদ।
১৯৪৯ – নিথেতো আলকালা-থামোরা, স্পেনের প্রধানমন্ত্রী।
১৯৬৯ – মোহাম্মদ শামসুজ্জোহা, বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক।
১৯৭৪ – মুক্তিসংগ্রামী, চারণকবি ও সাংবাদিক বিজয়লাল চট্টোপাধ্যায় প্রয়াত হন।(জ.১৮৯৮)
১৯৭৭ – বাংলা সিনেমার নেতৃস্থানীয় অভিনেত্রী কাবেরি বসু। (জ.১৯৩৮)
১৯৯৭ জ্ঞানপ্রকাশ ঘোষ হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীতের (ফারুকাবাদ ঘরানার) সঙ্গীতশিল্পী।(জ.১৯০৯)
২০১৬ – আবদুল রশিদ খান,ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী। (মৃ.১৯০৮)
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~