ইতিহাসে আজকের দিনে

0
6

ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আজ, বৃহস্পতিবার। ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. ০৯ ফাল্গুন ১৪৩০ বাংলা, ১১ শাবান ১৪৪৫ হিজরী।

২২ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৩তম দিন। বছর শেষ হতে আরো ৩১২ (অধিবর্ষে ৩১৩) দিন বাকি রয়েছে।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~~~~
১৯৫২ – ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন।
১৯৫৮ – মিশর ও সিরিয়া যুক্ত হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করে।
১৯৭৪ – পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলন শুরু হয়। এখানে একযোগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান, ইরান ও তুরস্ক।
১৯৭৯ – সেন্ট লুসিয়া যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয়।
২০০৬ – ইরাকের রাজধানী বাগদারে উত্তরে সামারা শহরে অবস্থিত আহলে বাইতের ১০ম ইমাম হযরত হাদী (আলাইহিস সালাম)ও একাদশ ইমাম হযরত হাসান আসকারী (আলাইহিস সালাম) এর পবিত্র মাজার শরীফে কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে।
২০১১ – নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮৫ জন মৃত্যুবরণ করে।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~~~~~~
১৭৩২ – জর্জ ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। (মৃ.১৭৯৯)
১৮২৭ – ভূদেব মুখোপাধ্যায় বাঙালি শিক্ষাবিদ চিন্তাবিদ ও সাহিত্যিক। (মৃ.১৫/০৫/১৮৯৪)
১৮৩৬ – মহেশচন্দ্র ন্যায়রত্ন ভারতের বাঙালি পণ্ডিত। (মৃত্যু ১৯০৬)
১৮৮৫ – যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ভারতের জাতীয়তাবাদী আইনজীবী। (মৃ.২৩/০৭/১৯৩৩)
১৮৮৭ – মুকুন্দ দাস,বাঙালি চারণকবি। ( মৃ.১৮/০৫/১৯৩৪)
১৮৮৮ – ভারতে সাইকেল নির্মাণ ও বিকাশের অন্যতম পথিকৃৎ বাঙালি শিল্পপতি সুধীরকুমার সেন। (মৃ.১৯৫৯)
১৮৯৮ – অতুল বসু, প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী। (মৃত্যু ১০ জুলাই ১৯৭৭)
১৯০৩ – শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক।
১৯০৬ -হুমায়ুন কবির, লেখক রাজনীতিবিদ।
পাহাড়ী সান্যাল, একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (মৃ.১০/০২/১৯৭৪)
১৯২২ –
ভি. জি. জোগ, প্রখ্যাত ভারতীয় বেহালাবদক। (মৃ.২০০৪)
দীপালি নাগ, রাগপ্রধান গানের প্রথম মহিলা বাঙালি শিল্পী। (মৃ.২০/১২/২০০৯)
সৈয়দ হায়দার রাজা, ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী। (মৃ.২৩/০৭/২০১৬)
১৯৪৩ – গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও গীতিকার।
১৯৫৫ – ফরিদুর রেজা সাগর, বাংলাদেশী শিশুসাহিত্যিক, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও একুশে পদক বিজয়ী গণমাধ্যম ব্যক্তিত্ব।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~~~~~~
১৯৪৪ – কস্তুরবা গান্ধী, মহাত্মা গান্ধীর স্ত্রী। (জন্ম ১৮৬৯)
১৯৫২ – শহীদ শফিকুর রহমান
১৯৫৮ – আবুল কালাম আজাদ, ভারতীয় পণ্ডিত, স্বাধীনতা আন্দোলন কর্মী, রাজনীতিবিদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। (জন্ম ১৮৮৮)
১৯৬৪ – ভেরিয়ার এলউইন, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নৃতত্ত্ববিদ, নৃতাত্ত্বিক এবং উপজাতীয় কর্মী।(জ.১৯০৮)
১৯৭৪ – কাজী অনিরুদ্ধ, খ্যাতনামা বাঙালি গিটারবাদক। (জ.১৯৩১)
১৯৯৯ – কবি তালিম হোসেন।

সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন