ইতিহাসে আজকের দিনে

0
10

ইতিহাসে আজকের দিনে
~~~~~~~~~~~~~~~~
সম্পাদনায়: এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~

আজ, রবিবার।
২৯ জানুয়ারি/২০২৩ খ্রি.
১৫ মাঘ/১৪২৯ বঙ্গাব্দ.
৬ রজব /১৪৪৪ হিজরী।

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯তম দিন।। বছর শেষ হতে আরো ৩৩৬ দিন বাকি।

আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৫২৮ – মোঘল সম্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল।
১৮৭০ – বেঙ্গল গেজেট প্রথম কলকাতায় প্রকাশিত হয়।
১৯১৯ – ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।
১৯২১ – হোসেন বিন আলী শরীফ মক্কার পুত্র বাদশাহ প্রথম ফয়সলকে ইংরেজরা ইরাকের বাদশাহ হিসেবে মনোনীত করে।
১৯৩৮ – রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হিসাবে কলকাতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার প্রতিষ্ঠিত হয়।
১৯৯২ – ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
১৯৯৬ – ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
২০০১ – ইন্দোনেশিয়ায় হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে।
২০১৫ – মালয়েশিয়া দাপ্তরিকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০ নিখোঁজকে দুর্ঘটনা হিসাবে ঘোষণা করে এর সকল যাত্রী এবং ক্রুকে মৃত হিসাবে ঘোষণা করে।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৭১ – বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্বভাববন্ধু স্যার উইলিয়াম রোটেনস্টাইন। (মৃ.১৯৪৫)
১৮৯০ – ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক।
১৮৯৬ – ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিন্দুযোগী ও সন্ন্যাসী স্বামী প্রণবানন্দ ।(মৃ. ০৮/০১/১৯৪১)
১৯০৪ – যোগেন্দ্রনাথ মণ্ডল আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা ছিলেন।(মৃ.৫/১০/১৯৬৮)
১৯২৬ – আব্দুস সালাম, নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।(মৃ.২১/১১/১৯৯৬)
১৯৮১ – রাজীবুর রহমান, বাংলা‌দে‌শের সঙ্গীতজ্ঞ, ইন্সস্টু‌মেন্ট বাদক, বাদ্যয‌ন্ত্রের সংগ্রহক ও শিল্পপ‌তি।
১৯৯২ – রাশিয়ান ফুটবল খেলোয়াড় আলেকজান্ডার টরকহও।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
৬৬১ – সর্বপ্রথম ইসলাম গ্রহনকারী পুরুষ সাহাবী আলী ইবনে আবী তালিব।
১৯৭৬ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত, একজন বাঙালি সাহিত্যিক।(জ.১৯/০৯/১৯০৩)
২০০৮ – ফরাসি অভিনেতা ফিলিপ খরসান্দ।
২০১১ – সাংবাদিক পথিক সাহা।
২০১৩ – ইংরেজ অভিনেতা বার্নার্ড হরসফাল রিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক
২০১৪ – আমেরিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক।
২০২০ – আযহার আলী আনোয়ার শাহ – বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।
২০২১ – ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড অ্যানিমলস’র গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন।

দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~~~
• জাতীয় ফার্ক্তা দিবস

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন