ইতিহাসে আজকের দিনে

0
2

ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আজ, শনিবার। ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. ১১ ফাল্গুন ১৪৩০ বাংলা, ১৩ শাবান ১৪৪৫ হিজরী।

২৪ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৫তম দিন। বছর শেষ হতে আরো ৩১০ (অধিবর্ষে ৩১১) দিন বাকি রয়েছে।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~~~~
১৮৭৩ – আজকের দিনে প্রথম কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয়।
১৯২০ – নাৎসি পার্টি গঠন করা হয়।
১৯৩৮ – যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।
১৯৪৯ – মিশর এবং দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।
১৯৫২ – ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।
১৯৬৬ – ঘানায় সামরিক অভ্যুত্থান হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফিলিপাইন।
১৯৭৫- জাতির জনক শেখ মুজিবুর রহমান “বাকশাল” প্রতিষ্ঠা করেন।
১৯৯১ – মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী কুয়েত শহর দখল করে নেয়।
১৯৯৭ – উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকান্ডে দুইশত জন মৃত্যুবরণ করে।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~~~~~~
১৩০৪ – বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা জন্মগ্রহণ করেন।
১৮৬৭ – স্যার কেদারনাথ দাস, কলকাতার খ্যাতনামা স্ত্রীরোগবিশেষজ্ঞ ও চিকিৎসাশাস্ত্রের শিক্ষক। (মৃ.১৩/০৩/১৯৩৬)
১৮৯২ – রুশ লেখক কনস্তানতিন ফেদিন জন্মগ্রহণ করেন।
১৯২৪ – তালাত মাহমুদ, বিখ্যাত ভারতীয় গজল গায়ক।(মৃ.০৯/০৫/১৯৯৮)
১৯৩১ – তরুণকুমার চট্টোপাধ্যায়, বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ।(মৃ.২৭/১০/২০০৩)
১৯৩৯ – জামাল নজরুল ইসলাম, বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~~~~~~
১৯৬৭ – নিজাম স্যার মীর উসমান আলি খান হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম।(জ.১৮৮৬)
১৯৯৮ – ললিতা পাওয়ার ভারতীয় চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী।(জ.১৮/০৪/১৯১৬)
১৯৯৯ – ড. আহমদ শরীফ, বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক।
২০১৬ – আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, গবেষক ও লেখক (জন্ম ১৯১৮)
২০১৮ – শ্রীদেবী, ভারতীয় নায়িকা। (জ.১৯৬৩)

ছুটি ও বিশেষ দিবস:-
“”””””””””””””””””””‘
•কেন্দ্রীয় শুল্ক দিবস (ভারত)
•পতাকা দিবস (মেক্সিকো),
•ন্যাশনাল আর্টিস্ট ডে (থাইল্যান্ড),
•ইঞ্জিনিয়ার ডে (ইরান)

সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন