ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘”””””””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আজ, মঙ্গলবার। ২৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. ১৪ ফাল্গুন ১৪৩০ বাংলা, ১৬ শাবান ১৪৪৫ হিজরী।
২৭ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৮তম দিন। বছর শেষ হতে আরো ৩০৭ (অধিবর্ষে ৩০৮) দিন বাকি রয়েছে।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৮০৩ – ভারতের বোম্বেতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।
১৮৫৮ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি দখল করে।
১৮৬৫ – মিসৌরিতে গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৭৩ – বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়।
১৯৭৪ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাইজেরিয়া।
১৯৯১ – বাংলাদেশে পঞ্চম সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু।
২০০২ – ভারতের গুজরাটে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী ট্রেনে ইসলামিক উগ্রবাদীরা অগ্নিসংযোগ করে। এতে দগ্ধ হয়ে ১৫টি শিশুসহ ৭০ জনের মত নিহত হয়।
২০০৪ – ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে ফেরার পথে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ নামক ইসলামী জঙ্গি সংগঠনের আক্রমণের শিকার হন বাংলাদেশী ভাষাবিজ্ঞানী, সাহিত্যক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৮৫৩ – বাঙালি কবি নবীনচন্দ্র দাশ। (মৃ.১৯১৪)
১৯১২ – ভারত বংশোদ্ভূত ফরাসি লেখক, কবি ও নাট্যকার লরেন্স ডুরেল জন্মগ্রহণ করেন।
১৯২৬ – নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান নিউরোবায়োলজি ডেভিড হান্টার হুবেল জন্মগ্রহণ করেন।
১৯২৯ – ব্রাজিলিয়ান ফুটবলার দালমা পেরেইরা দিয়াস দস সান্তোস জন্মগ্রহণ করেন ।
১৯৪০ – ভি বিশ্বনাধন, ভারতীয় চিত্রশিল্পী।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৯৩১ – চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী ।(জ.২৩/০৭/১৯০৬)
১৯৫৬ – গনেশ বাসুদেব মাভালঙ্কার ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও লোকসভার প্রথম স্পিকার তথা অধ্যক্ষ ।(জ.২৭/১১/১৮৮৮)
১৯৬৫ – কার্তিকচন্দ্র দাশগুপ্ত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক ।(জ.০৬/০৮/১৮৮৪)
১৯৮৯- শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক।
২০১০ – ভারতরত্নে ভূষিত সমাজকর্মী, রাজনীতিক নানাজী দেশমুখ (জ.১৯১৬)
২০১১ – নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী। (জ. ১৯২৬)
২০১২ : শৈলেন মান্না ভারতের তথা পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় ।(জ.০১/০৯/১৯২৪)
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~