ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘”””””””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আজ, সোমবার। ১৮ মার্চ ২০২৪ খ্রি. ৪ চৈত্র ১৪৩০ বাংলা, ৭ রমজান ১৪৪৫ হিজরী।
১৮ মার্চ সোমবার গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭৭তম (অধিবর্ষে ৭৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৮৮ দিন বাকি রয়েছে।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৭৮৬ – কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়।
১৮০০ – শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশিত হয়।
১৮৭১ – ফ্রান্সে শ্রমজীবী মানুষের বিপ্লবের মধ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।
১৯৪৪ – চলো দিল্লি ধ্বনি মুখে আজাদ হিন্দ ফৌজ ভারত-বর্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে।
২০২০ – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু ঘটে।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৯০১ – শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক । (মৃ.০২/০১/১৯৭৬)
১৯১০ – শিশু সাহিত্যিক বিমল ঘোষ জন্মগ্রহণ করেন।(মৃ.১৯৮২)
১৯১২ – বিমল মিত্র, লেখক, ঔপন্যাসিক। (মৃ.০২/১২/১৯৯১)
১৯২৬ – হিমানীশ গোস্বামী বিশিষ্ট রস সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী ৷(মৃ.১৪/০৩/২০১২)
১৯৩৮ – ভারতীয় অভিনেতা ও প্রযোজক শশী কাপুর জন্মগ্রহণ করেন। ।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৯৭৪ – বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি।(জ.১৯০৮)
১৯৭৯ – আবুল মনসুর আহমেদ, বাংলাদেশি সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ। (জ. ১৮৯৮)
২০০৭ – বব উলমার, ভারতীয় সাবেক ইংরেজ ক্রিকেটার ও কোচ। (জ. ১৯৪৮)
২০০৮ – অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার। (জ. ১৯৫৪)
২০০৯ – নাতাশা রিচার্ডসন, ইংরেজ অভিনেত্রী।
২০২২ – সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র গবেষক। (জ.১৯২৬)
ছুটি ও বিশেষ দিবস:-
“”””””””””””””””””””‘”””””
•১৮ মার্চ (পূর্ব অর্থোডক্স লিটারজিক্স)
•পতাকা দিবস (আরুবা)
•গ্যালিপোলি স্মৃতি দিবস (তুরস্ক)
•পুরুষ ও সৈনিক দিবস (মঙ্গোলিয়া)
•অর্ডন্যান্স কারখানা দিবস (ভারত)
•শীলার দিন (আয়ারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া)
•শিক্ষক দিবস (সিরিয়া)
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~