ইতিহাসে আজকের দিনে

0
6

ইতিহাসে আজকের দিনে
~~~~~~~~~~~~~~~~
সম্পাদনায়: এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~

আজ, বুধবার।
১ মার্চ/২০২৩ খ্রি.
১৬ ফাল্গুন/১৪২৯ বঙ্গাব্দ.
৮ শাবান /১৪৪৪ হিজরী।

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬০তম দিন।। বছর শেষ হতে আরো ৩০৫ দিন বাকি।

আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৬৪০ – ভারতের কাছ থেকে ব্রিটিশদের মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি লাভ।
১৮১১ – মামলুকদের পরাস্ত করে মোহাম্মদ আলীর মিশরের ক্ষমতারোহন।
১৮১৯ – শ্রীরামপুরে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড “ব্যাংক অফ শ্রীরামপুর” প্রতিষ্ঠা করেন।
১৮৪৮ – ভারতে ভূমিকম্পে ১ হাজার জনের প্রাণহানি।
১৯০৭ – ভারতে সর্বপ্রথম ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়।
১৯৭১ – স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
১৯৭১ – ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্ঠকাল স্থগিত ঘোষণা।
১৯৮৫ – বাংলাদেশে জেনারেল এরশাদ কর্তৃক রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা।
১৯৯০ – লিথুনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯৭ – বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু।
২০০১ – প্রধান বিচারপতি পদে মাহমুদুল আমীন চৌধুরীর শপথ গ্রহণ।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৬১ – অক্ষয়কুমার মৈত্রেয়, বাঙালি ইতিহাসবিদ। (মৃ.১০/০২/১৯৩০)
১৮৮৩ – কুমুদরঞ্জন মল্লিক, বাঙালি কবি ও শিক্ষাবিদ। (মৃ.১৪/১২/ ১৯৭০)
১৯০৩ – বিষ্ণুপদ মুখোপাধ্যায়, ভারতে ভেষজ সংস্কারের অন্যতম উদ্যোক্তা।(মৃ.৩০/০৭/১৯৭৯)
১৯০৭ – সত্যপ্রিয় রায়, পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা। (মৃ.১৯৭৮)
১৯০৭ – মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।
১৯১২ – চীনে কোটনিসের নেতৃত্বে ভারতের মেডিক্যাল মিশনের অন্যতম সদস্য ডাঃ বিজয় কুমার বসু, ভারতে আকুপাংচার চিকিৎসার সূচনাকারী।(মৃ.১২/১০/১৯৮৬)
১৯১৮ – খন্দকার আবদুল হামিদ, বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ।
১৯২৭ – আশরাফ সিদ্দিকী, বাংলাদেশি সাহিত্যিক, লোকগবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক। (মৃ. ২০২০)
১৯২৯ – সিরাজুদ্দীন হোসেন সাংবাদিক।
১৯৪০ – শাফাত জামিল বীর বিক্রম, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯২৪ – গোপীনাথ সাহা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বাঙালি বিপ্লবী।
১৯৯৪ – মনমোহন দেসাই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ।
১৯৯৫ – জর্জেস জে এফ কোহলার, জার্মান জীববিজ্ঞানী, চিকিত্সাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।
২০১৯ – পলান সরকার, বাংলাদেশি সমাজকর্মী।

ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~
✓ বীমা দিবস – জাতীয়ভাবে বাংলাদেশে পালিত হয়।
✓ বীর দিবস – প্যারাগুয়ে।
✓ স্বাধীনতা দিবস – বসনিয়া ও হার্জেগোভিনা।
✓ ১ মার্চ গণআন্দোলন দিবস – দক্ষিণ কোরিয়া।
✓ জাতীয় শুয়োর দিবস – যুক্তরাষ্ট্র।
✓ বিশ্ব সিভিল ডিফেন্স দিবস – আন্তর্জাতিক।
✓ আন্তর্জাতিক যুক্তিবাদী দিবস

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন