ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘”””””””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আজ, বুধবার। ২৭ মার্চ ২০২৪ খ্রি. ১৩ চৈত্র ১৪৩০ বাংলা, ১৬ রমজান ১৪৪৫ হিজরী।
২৭ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৬তম (অধিবর্ষে ৮৭তম) দিন। বছর শেষ হতে আরো ২৭৯ দিন বাকি রয়েছে।
এ লেখা থেকে জানা যাবে ইতিহাসে আজকের এইদিনে ঘটনাবলী, বিশিষ্টজনের জন্ম মৃত্যু ও বিশেষ দিবস।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৬৬৮ – বোম্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে।
১৯৭১ – চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবের পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
১৯৭১ – আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যায় ও পরে তার খোঁজ মেলেনি।
১৯৮২ – বিচারপতি আহসান উদ্দীন চৌধুরীর রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন।
১৯৯৬ – বাংলাদেশের জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হন।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৯১৭ -কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়, বাঙালি কবি ও শিশু সাহিত্যিক।(মৃ.৩০/০৫/১৯৭৬)
১৯১৭ -নবেন্দু ঘোষ, ভারতীয় বাঙালি লেখক ও চিত্রনাট্যকার। (মৃ.২০০৭)
১৯৬০ – মল্লিকা সেনগুপ্ত, বাঙ্গালী কবি ও সমাজকর্মী। (মৃ. ২০১১)
১৯৬৩ – কোয়েন্টিন টারান্টিনো, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
১৯৭২ – জিমি ফ্লয়েড হ্যাসেলবেইংক্, হল্যান্ডের একজন কৃতি ফুটবল খেলোয়াড়।
১৯৮৭ – রাশিয়ান গায়ক, গীতিকার ও অভিনেত্রী পলিনা গ্যাগারিন।
১৯৮৮ – আমেরিকান অভিনেত্রী ও গায়িকা ব্রেন্ডা সং।
১৯৮৮ – জাপানি ফুটবলার আটসুটো উচিদা।
১৯৯০ – নেসার বারাযাইত, নেদারল্যান্ড এর পেশাদার ফুটবল খেলোয়াড়।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৮৯৮ – শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক স্যার সৈয়দ আহমদ।
১৯৪৪ – লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী।
১৯৬৬ – পান্নালাল ভট্টাচার্য প্রখ্যাত বাঙালি শ্যামাসঙ্গীত শিল্পী । (জ.১৯৩০)
১৯৭১ – জ্যোতির্ময় গুহঠাকুরতা বাংলাদেশী শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী।
১৯৭২ – এম. সি. এশ্যর, একজন ওলন্দাজ চিত্রলেখ শিল্পী।
১৯৭৩ – ভূপতি মজুমদার স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও রাজনৈতিক নেতা।(জ.০১/০১/১৮৯০)
১৯৮২ – ফজলুর রহমান খান, বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী।
১৯৮৬ – আবদুল হাই আরিফী, আশরাফ আলী থানভীর শিষ্য। (জ. ১৮৯৮)
১৯৮৯ – শান্তি ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী। (জ.২২/১১/১৯১৬)
ছুটি ও বিশেষ দিবস:-
“”””””””””””””””””””‘”””””
•বিশ্ব থিয়েটার দিবস ৷
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~