ইতিহাসে আজকের দিনে

0
2

ইতিহাসে আজকের দিনে,
~~~~~~~~~~~~~~
সঙ্কলন, এম হায়দার চৌধুরী।

আজ, শুক্রবার ৯ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, ২১ রবিউস সানি ১৪৪৬ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯৮তম (অধিবর্ষে ২৯৯তম) দিন। বছর শেষ হতে আরো ৬৭ দিন বাকি রয়েছে।

আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।

ইতিহাসে আজকের দিনের ঘটনাবলী:
~~~~~~~~~~~~~~~
১৯৪৬ – স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
১৯৫১ – স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
১৯৭১ – ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
১৯৭১ – পাকিস্তানি পক্ষত্যাগী বাঙালি কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী দিল্লির বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব নেন।
১৯৭৫ – ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উত্তক্ষিপ্ত হয়।
১৯৮৩ – বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়।
১৯৮৬ – ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন।
১৯৯৪ – ভারতের বাররী মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না-মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়।
২০০৯ – বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।

ইতিহাসে আজকের দিনে যাদের জন্ম:
~~~~~~~~~~~~~~~
১৮৯১ – কিরণশঙ্কর রায়,প্রখ্যাত ব্যারিস্টার,স্বরাজ দলের সদস্য, সুভাষ চন্দ্র বসু ও শরৎচন্দ্র বসুর সহযোগী।(মৃ.২০/০২/১৯৪৯)
১৯০২ – স্বপন বুড়ো নামে সুপরিচিত খ্যাতনামা শিশু-সাহিত্যিক অখিল নিয়োগী।(মৃ.২১/০২/১৯৯৩)
১৯০৬ – বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ।

ইতিহাসে আজকের দিনে যাদের মৃত্যু:
~~~~~~~~~~~~~~~
১৪৫৯ – খান জাহান আলী, মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।
১৯৩৪ – ব্রজকিশোর চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।(জ.১৯১৩)
১৯৩৪ – রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।(জ.০৯/০১/১৯১২)
২০১১ – রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
২০১৫ – পীযূষ গঙ্গোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্য অভিনেতা। (জ.১৯৬৫)

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন