ইতিহাসে আজকের দিনে
~~~~~~~~~~~~~~~~
সম্পাদনায়: এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~
আজ, সোমবার।
৩০ জানুয়ারি/২০২৩ খ্রি.
১৬ মাঘ/১৪২৯ বঙ্গাব্দ.
৭ রজব /১৪৪৪ হিজরী।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০তম দিন।। বছর শেষ হতে আরো ৩৩৫ দিন বাকি।
আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৬৪৯ – কমনওলেথ অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়।
১৬৪৯ – ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদ করা হয়।
১৯০৩ – আজকের দিনে লর্ড কার্জনের প্রচেষ্টায় মেটকাফ হলে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ও ইম্পিরিয়াল লাইব্রেরিকে সংযুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। সংযুক্ত লাইব্রেরিটি ইম্পিরিয়াল লাইব্রেরি নামেই পরিচিত হয়।এটিই বর্তমানের জাতীয় গ্রন্থাগার।
১৯৩৩ – জার্মানীর চ্যান্সেলর হিসেবে এডলফ হিটলারের আরোহণ।
১৯৭২ – সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দেশ হন।
১৯৭২ – কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার।
১৯৭২ – ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অস্ত্র সমর্পণ করে।
১৯৮২ – ৪০০ লাইন দীর্ঘ ১ম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লিখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি এ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়।
১৯৮৯ – আফগানিস্তানের কাবুলে আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা।
২০০০ -ভারতের কেরলে প্রথম করোনা আক্রান্ত (মেডিক্যাল স্টুডেন্ট) এক রোগী শনাক্ত করা হয়।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯১৭ – প্রখ্যাত বাঙালি কবি ঔপন্যাসিক ও সাংবাদিক নরেন্দ্রনাথ মিত্র (মৃত্যু ১৪/০৯/১৯৭৫)
১৯৩০ – কিংবদন্তি ভারতীয় বাঙালি ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত সমর বন্দ্যোপাধ্যায়। (মৃ.২০২২)
১৯৩১ – অস্ট্রেলিয়ান লেখক শার্লি হাযযারদ।
১৯৩৭ – ইংরেজ অভিনেত্রী ভানেসসা রেডগ্রাভে।
১৯৪৯ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও জীববিজ্ঞানী পিটার আগ্রি।
১৯৬২ – দ্বিতীয় আবদুল্লাহ, জর্ডানের চতুর্থ বাদশাহ।
১৯৮০ – উইল্মার ভালদারামা, ভেনিজুয়েলীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।
১৯৮৯ – স্প্যানিশ ফুটবল খেলোয়াড় টমাস মেজিয়াস।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯৪৮ – মহাত্মা গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের গুরূত্বপূর্ণ নেতা।(জ.০২/১০/১৮৬৯)
১৯৬০ – উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বাঙালি সাহিত্যিক ও সম্পাদক।(জ.১২/১০/১৮৮১)
১৯৬৮ – প্রখ্যাত ভারতীয় কবি প্রাবন্ধিক ও নাট্যকার পণ্ডিত মাখনলাল চতুর্বেদী। (জন্ম ০৪/০৪/১৮৮৯)
১৯৭২ – জহির রায়হান, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার।
১৯৭৫ – শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী।
২০০৬ – সত্য বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা। (জ.১৯৩৩)
দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~~~
• শহীদ দিবস (ভারত)
• বিশ্ব কুষ্ঠ দিবস।