ইতিহাসে আজকের দিনে
~~~~~~~~~~~~~~~~
সম্পাদনায়: এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~
আজ, মঙ্গলবার।
৩১ জানুয়ারি/২০২৩ খ্রি.
১৭ মাঘ/১৪২৯ বঙ্গাব্দ.
৮ রজব /১৪৪৪ হিজরী।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১তম দিন।। বছর শেষ হতে আরো ৩৩৪ দিন বাকি।
আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৬০০ – ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের ফরমান বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়।
১৯৫২ – মওলানা ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ নামে রাজনৈতিক দল গঠন।
১৯৬৩ – ময়ূরকে ভারতের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয়।
১৯৭২ – ঢাকায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে মুক্তিযোদ্ধারা অস্ত্র সমর্পণ করেন।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, ফিজি এবং নিউজিল্যান্ড।
১৯৭৯ – ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং ইসলামী বিপ্লবের সফল নেতা ইমাম খোমেনী ১৫ বছর পর স্বদেশভূমি ইরানে প্রত্যাবর্তন করেন।
১৯৯৯ – সুন্দরবনে ‘বিশ্ব ঐতিহ্য’ ফলক উদ্বোধন করা হয়।
১৯৯৬ – শ্রীলঙ্কার কলোম্বতে বিস্ফোরকে ভরপুর একটি ট্রাক সেন্ট্রাল ব্যাংকে ঢুকে পড়ে। এ বিস্ফোরণে প্রায় ৮৬ জনের মৃত্যু ঘটে ও ১৪শ জন আহত হয়।
২০০০ – প্রশান্ত মহাসাগরে আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট-২৬১ দূর্ঘটনার শিকার হয়। বিমানের ৮৮ জন যাত্রীর সলিল সমাধি হয়।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৪৭ – বাঙ্গালি সাহিত্যিক শিক্ষাবিদ সমাজ সংস্কারক ব্রাহ্মধর্ম প্রচারক শিবনাথ শাস্ত্রী(মৃ.৩০/০৯/১৯১৯)
১৯০৪ – মুহম্মদ মনসুর উদ্দিন, বাংলাদেশী লোকসঙ্গীত, লোকসাহিত্য সংগ্রাহক ও লোকসাহিত্যবিশারদ।
১৯২১ – আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।
১৯৩৫ – রূদ্রপ্রসাদ সেনগুপ্ত ভারতের বাঙালি অভিনেতা ও নাট্য পরিচালক।
১৯৪২ – ইতালিয়ান অভিনেত্রী ডানিলা বিয়াঞ্ছি।
১৯৪৫ – অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাঙালি শিক্ষাবিদ।
১৯৭৮ – ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী প্রীতি জিন্তা।
১৯৮৫ – নাফিস ইকবাল, বাংলাদেশী ক্রিকেটার।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯৬৮ – ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক। (জ. ১৮৯০)
১৯৭২ – নেপালের রাজা বীর বীরেন্দ্র বাহাদুর।
২০০৪ – সুরাইয়া জামাল শেখ ঊনিশ শতকের ভারতীয় চলচ্চিত্রের গায়ক এবং অভিনেত্রী।(জ.১৫/০৬/১৯২৯)
২০০৭ – আমেরিকান অভিনেতা লি বেরগেরে।
২০১২ – সিদ্দিকা কবীর, বাংলাদেশের পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ। (জ. ১৯৩১)
২০১৪ – আমেরিকান অভিনেতা ক্রিস্টোফার জোনস।
দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~~~
• স্বাধীনতা দিবস। (নাউরু)
• বিশ্ব পথশিশু দিবস।
• বিশ্ব কুষ্ঠ সচেতনতা দিবস।