একুশের প্রথম প্রহরে কাপাসিয়ায় শহীদদের শ্রদ্ধা নিবেদন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
যথাযথ মর্যাদায় গাজীপুরের কাপাসিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২০ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কাপাসিয়া সরকারি পাইলট বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন।উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খাঁন।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে,পর্যায়ক্রমে কাপাসিয়া প্রেসক্লাব,উপজেলা যুবলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ,ছাএলীগ,শিক্ষক সমিতি,কর্মকর্তা সমিতি,রিপোর্টার্স ইউনিটি,উপজেলা স্কাউটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের স্মরণে ১ মিনিটি নীরবতা পালন শেষে সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।