কাপাসিয়ায় অজ্ঞাত ১ নারী ও ২ যুবকের লাশ উদ্ধার

0
51

কাপাসিয়ায় অজ্ঞাত ১ নারী ও ২ যুবকের লাশ উদ্ধার

শামসুল হুদা লিটন,কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পৃথক পৃথক স্থান থেকে অজ্ঞাত এক নারী ও দুই যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের জামতলা মাইনউদ্দিন বেপারীর বাড়ি সংলগ্ন জঙ্গল থেকে অজ্ঞাত এক মহিলার (৪৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
এ ছাড়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া এলাকার (বানার নদী) শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাছাড়া তরগাঁও ইউনিয়নের মেরুয়া বিল থেকে মিনহাজ উদ্দিন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে অজ্ঞাত নামা মহিলাটি জামতলা বেপারীপাড়া রাস্তার পাশে বসে থাকা অবস্থায় দেখেছিল। এবং মহিলাটিকে অসুস্থ দেখাচ্ছিল। পরে সন্ধ্যার দিকে মহিলাটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মহিলাটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কাপাসিয়া থানার উপপরিদর্শক মাসুদুর রহমান ও তপন চন্দ্র বাকালী জানান, অজ্ঞাত মহিলার লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার ডাক্তাররা মহিলা টিকে মৃত বলে জানিয়েছেন। শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন