কাপাসিয়ায় গভীর রাতে এক ব্যাক্তির রহস্যময় মৃত্যু! আহত-১

0
6

কাপাসিয়ায় গভীর রাতে রহস্যজনকভাবে এক ব্যাক্তি নিহত, আহত-১

শামসুল হুদা লিটন,কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ

গাজীপুরর কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামে সোমবার গভীর রাতে রহস্যজনকভাবে মোজাম্মেল হক (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ সময় বিল্লাল হোসেন (৩০) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। মোজাম্মেল উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের আলাউদ্দিনের ছেলে ও বিল্লাল হোসেন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায়।১৫ নভেম্বর , মঙ্গলবার সকাল থেকেই ওই এলাকায় গুঞ্জন চলছিল, ভূলেশ্বর এলাকার একজন চিহ্নিত অপরাধী গজারী কাঠ ব্যবসায়ীর গজারী গাছ গাড়িত লোড করার সময় ওই দুইজন লোক গুরুতর আহত হয় । এদের মাঝে মোজাম্মেল হকের ঘটনা স্থলেই মত্যু এবং বিল্লাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর একটি পক্ষ জানায়, সোমবার রাতে উপজেলার বাঘিয়া এলাকা থেকে চুরি করা গরু নিয়ে পালিয়ে যাছিল একটি পিকআপ। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে ভূলেশ্বর এলাকায় রাস্তায় গাছ ফেলে বেপরোয়া গতির ওই পিকআপের গতিরোধের চেষ্টা চালায় স্থানীয়রা। কিন্তু পিকআপটি না থেমে রাস্তার এক পাশ দিয়ে চলে যাওয়ার সময় ওই দুইজন চাপা পড়ে। আহত বিল্লাল জানায়, গোসিংগা- দরদরিয়া-আমরাইদ সড়কের ইউপি সদস্য শাজাহানের বাড়ির নিকট একটি পিকআপ সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার সময় আমরা কয়েকজন সড়কে গজারি গাছ আড়াআড়ি ফেলে গাড়িটি আটকানোর চেষ্টা করি। কিন্তু গাড়িটি আমাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, পরস্পর বিরাধী বক্তব্যের কারণে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও কেউ থানায় অভিযাগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন