কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা
শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ
গাজীপুর কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে। নিহত সাজ্জাদ হোসেন সাজু (৩৮) দস্যুনারায়নপুর গ্রামের মৃত সিরাজউদ্দিনের ছেলে। সে ৬ সন্তানের জনক।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের দস্যুনারায়ণপুর গ্রামে ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা । অভিযুক্ত নাঈম (১৭) নিহতের বড় ভাই ইসমাইলের ছেলে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, নিহত সাজুর সাথে তারই বড় ভাই ইসমাইলের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। নিহতের বাবা সিরাজউদ্দিন মৃত্যুর আগে ৩ শতাংশ জমি তার মা ছালেহা বেগমকে (৭০) রেজিঃস্ট্রেশন করে দিয়েছিলেন। তার বাবার মৃত্যুর পর বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলের সাজু মায়ের দেখবাল করলেও মেজো ছেলে ইসমাইল কোন খবর রাখেনা এ কারণে মা ছালেহা বেগম তার বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলে সাজুকে স্বামীর দেয়া সাড়ে তিন শতাংশ জমি সমান ভাগে রেজিঃস্ট্রেশন করে দেয়।
সকালে মায়ের দেওয়া ওই ফসলি জমিতে মাটি ভরাটেকে কেন্দ্র করে বড় ভাই ইসমাইল, ভাবি কুহিনূর ও ভাতিজা নাইমের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে নাইম তার চাচা সাজুকে লাঠি দিয়ে মাথায় আঘাত ০করলে ঘটনাস্থলে মাটিতে পড়ে যায়। এ সময় নিহতের সন্তানদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর জখম সাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, শাশুড়ির দেওয়া জমিতে চাষ করতে গেলে ভাসুর ইসমাইল ও তার ছেলে নাইম, জ্যা কুহিনূর আমাদের খুন করে ফেলবে বলে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। আজ তার বাস্তব প্রমাণ হলো।
নিহতের মা ছালেহা বেগম বলেন, আমার স্বামীর মৃত্যুর আগে তিন শতাংশ জমি রেজিঃস্ট্রি করে দিয়েছিলেন আমাকে। সেই জমি বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলে সাজুকে রেজিঃস্ট্রি করে দিয়েছি কারণ তারা আমাকে খাওন, কাপড় ও টাকাপঁয়সা দেয়। কিন্তু মেজো পোলায় কিছু দেয়না এই জন্য তারপ জমি দেই নাই। নাতি নাইম আমার পোলারে মাইরালাইছে। আমি তার বিচার চাই।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।