কাপাসিয়ায় নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

0
8

কাপাসিয়ায় নবাগত পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম এর মতবিনিময় সভা।

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় কাপাসিয়া থানার সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম কাপাসিয়া থানা প্রাঙ্গণে আসলে অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল ফারজানা ইয়াছিমন ও থানা অফিসার ইনচার্জ এ এফএম নাসিম ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
পরে নবাগত পুলিশ সুপারকে কাপাসিয়া থানার ওসি এ এফএম নাসিমের নেতৃত্বে পুলিশের একটি দল সশস্ত্র সালাম প্রদান করেন।
পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখেন এবং কাপাসিয়া থানা চত্বরে নান্দনিক পিকনিক স্পট শীতলক্ষ্যা নদীর কুল ঘেষে থানা প্রশাসনের বাস্তবায়নে গড়ে তোলা ‘নদী বিলাস’ এর শুভ উদ্বোধন করেন।

পরে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা, স্কুল,কলেজের শিক্ষক, হিন্দু সম্প্রদায়ের সদস্যবৃন্দের সাথে এই মতবিনিময় সভা করা হয়।এলাকায় মাদক,জুয়া,ইভটিজিং গরু চুড়ি,ডাকাতি কিশোর গ্যাংসহ কাপাসিয়া থানা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল ফারজানা ইয়ামিন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন,পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ সানোয়ার হোসেন সহ অন্যান্য বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আবদুল কবির মাষ্টার, ওসি এ এফএম নাসিম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব দাস, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার জনসাধারণ, উপজেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন