মোঃ ইব্রাহীম খন্দকার,
কালীগন্জ প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের পাশে আবুল হোসেন (৫০) নামক এক ব্যাক্তি নিহত হয়েছে।
আজ ১৯ জুন আড়িখোলা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন নোয়াখালী থেকে ঢাকা মুখী উপকুল এক্সপ্রেস (৭১১) দুপুরে আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় আবুল হোসেন নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন, নিহত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে রেলওয়ে প্রশাসন কে এবং তার নিকট আত্মীয় কে খবর জানাই।
মৃত ব্যাক্তি আবুল হোসেনের নিকট আত্মীয় ভাগনি ও আশে পাশের লোকজনের কাছ থেকে জানতে পারি মৃত ব্যাক্তির বাড়ী নরসিংদী জেলার রায়পুরা এলাকায়, এই আবুল হোসেন দীর্ঘদিন যাবৎ আড়িখোলার আশে পাশে দিন মজুরের কাজ করত।
রেলওয়ে প্রশাসনের সহযোগিতায় মৃত ব্যাক্তিকে তার নিজ এলাকা রায়পুরা নিয়ে যাওয়া হয়েছে।