গাজীপুরের টঙ্গী-জয়দেবপুর রোডে ট্রেনের ডাবল লাইন উদ্বোধন

0
30

গাজীপুরের টঙ্গী-জয়দেবপুর রোডে ট্রেনের ডাবল লাইন উদ্বোধন

গাজীপুর অফিসঃ
টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১১ কিলোমিটার রেলপথে ডাবল লাইনে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে  ঢাকা-টঙ্গী সেকশনে টঙ্গী জয়দেবপুর ডাবল লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের জন্য ৩০ বছরের একটি মাস্টার প্লান হাতে নিয়েছে। এর মধ্যে ৬৫০ কিলোমিটার রেললাইন আমরা নির্মাণ করেছি। ২৮০ কিলোমিটার মিটারগেজ লাইনকে ডাবল লেন করা হয়েছে। ১ হাজার ২৯৭ কিলোমিটার রেললাইন পুনর্নিমাণ করা হয়েছে। ১২৬টি নতুন রেলস্টেশন ভবন নির্মাণ করা হয়েছে। ২২৩টি রেলস্টেশন ভবন পুনর্নিমাণ করা হয়েছে। ৭৭২টি রেলসেতু পুননির্মাণ, ১০০টি ব্রডগেজ, ৫০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ পুননির্মাণ ও পুনবাসন করা হয়েছে। আমাদের রেলওয়েতে বর্তমানে ৩৫টি প্রকল্প চলমান রয়েছে। গ্যাস ও বিদুৎতের দাম বাড়লেও টিকেটের মূল্য বৃদ্ধি করা হয়নি। বাংলাদেশ রেলওয়ে গত ৬ মাসে ৮৬০ কোটি টাকা রাজস্ব আয় করেছে।’ ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইনের প্রকল্প পরিচালক নাজনিন আরা কেয়া বলেন, ‘টঙ্গী জয়দেবপুর সেকশনে ডাবল লাইন ট্রেন চালুর ফলে প্রায় সকল ট্রেনের যাত্রার সময় গড়ে ১৫ থেকে ২০ মিনিট সময় সাশ্রয় হবে।’

ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয়, রেল সচিব মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নজরুল ইসলাম।

প্রকল্প সূত্রে জানা যায়, ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনসেকশনে ৩৩ দশমিক ৪৮ কিলোমিটার লুপলাইনসহ ১১৬ কিলোমিটার ও চারটি স্টেশন পুনর্নির্মাণ করা হচ্ছে। প্রথমে এ প্রকল্প ব্যয় ধরা হয় ৮৪৮ কোটি ৬০ লাখ টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় ২০২৩ সালের জুন পর্যন্ত। প্রকল্পের অনুমোদিত ব্যয় ধরা হয়েছে ১১৬ কোটি ৮০ লাখ টাকা। 

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন