গাজীপুরে পরীক্ষায় অংশ না নিয়েও টেলেন্টপুলে বৃত্তি লাভ!

0
234

বিতর্কিত ফলাফলে-গাজীপুরে পরীক্ষায় অংশ না নিয়েও টেলেন্টপুলে বৃত্তি লাভ!

সামছুল হুদা লিটন কাপাসিয়া,গাজীপুর।

অবিশ্বাস্য হলেও সত্য! আলাদীনের চেরাগের মতো অবাক করা ঘটনা! যেনো তুঘলকি এক মহা-কান্ড। পরীক্ষা না দিয়েও টেলেন্টপুলে বৃত্তি লাভ। কুড়িগ্রামের পর চাঞ্চল্যকর ও অভূতপূর্ব এ ঘটনা ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা যায়, সদ্য প্রকাশিত বিতর্কিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ না করেও উপজেলার তরগাও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে । ওই স্কুলের ম- ৬৩৯ রোল নম্বরের শিক্ষার্থী সদ্য প্রকাশিত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন’ই করেনি। অথচ ফলাফল প্রকাশের পর জানা গেলো ম- ৬৩৯ রোল নম্বরধারী শিক্ষার্থী টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। বৃত্তি পাওয়ার ঘটনা শুনে ওই শিক্ষার্থীর পরিবারের লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকগণ হতবাক।
তরগাঁও ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার রুবি জানান, আমার স্কুলের মালিহা নামের এক ছাত্রী বৃত্তি পরীক্ষায় ডি.আর ভুক্ত ছিলো। কিন্তু সে ডিসেম্বর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। আজকে প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল সীট থেকে জানা যায় সে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। এ ঘটনায় অন্যদের মতো আমিও অবাক। পরীক্ষা না দিয়ে টেলেন্টপুলে বৃত্তি লাভের ঘটনাটি ছিল আজকের ” টক অব দ্যা গাজীপুর”।
উল্লেখ্য হুবহু একটি ঘটনার সংবাদ পাই কুড়িগ্রাম জেলার একটি স্কুল থেকে সেখানেও পরিক্ষায় অংশগ্রহণ না করেও টেলেণ্টপুলে বৃত্তি পেয়েছ ১ শিক্ষার্থী।
এমন ফলাফল প্রকাশে, দেশের সচেতন মহলে অনেকেই শিক্ষা ব্যবস্থায় দায়িত্ব প্রাপ্তদের দায়িত্ব পালন নিয়ে রীতিমতো বিষ্ময় প্রকাশ করে বলেন এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের জীবন অন্ধকারে নিমজ্জিত হবে, এদায় কি দায়িত্ব প্রাপ্তরা নিবে!?
প্রকাশ থাকে যে,যদিও আজকের প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফল ৪ ঘন্টা পর স্থগিত করেছে সরকার।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন