গাজীপুরে মদ্যপ অবস্থায় রাস্তায় মাতলামি ছাত্রলীগ নেতা সহ গ্রেফতার-৯

0
11

গাজীপুরে মদ্যপ অবস্থায় রাস্তায় মাতলামি ছাত্রলীগ নেতা সহ গ্রেফতার-৯

মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, গাজীপুর।

গাজীপুর মহানগরীর টঙ্গীতে রাস্তায় মদ্যপ অবস্থায় মাতলামি করার সময় সাব্বির আহমেদ (২৫) নামে এক ছাত্রলীগ নেতাসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাব্বির গাজীপুর সিটির টঙ্গীর ৫৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তার অন্য আটজন বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি।

সোমবার (১৩ মার্চ) দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মদ খেয়ে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধে সাব্বিরকে আটক করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ও বিভিন্ন মামলায় অভিযুক্ত আরো আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নয়জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন