জি নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় রাতের আধাঁরে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ অক্টোবর) রাতে উপজেলার কাওরাইদ সোনাব গ্রামের বটতলা কালী মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে। কালী মন্দিরের পুরোহিত প্রদীব চক্রবর্তী জানান, দুর্বৃত্তরা রাতে হামলা চালিয়ে মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুর করেছে।রাতের দেখেছি প্রতিমাগুলো ভালো ছিলো। সকালে দেখি ৭ টি প্রতিমা মাথা ও হাত,পা ভাঙা অবস্থায় পড়ে আছে। শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।