গাজীপুর অফিস: গাজীপুরে ১হিন্দু পরিবারের ভিটেমাটি জবর দখল চেষ্টার অভিযোগ ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন অমর চাঁন নাগ নামে(৫৫) এক ব্যাক্তি। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার কেটুন এলাকার বাসিন্দা।
১৫ জুন বুধবার জেলা শহরের জোড়পুকুর এলাকায় জ্বনাকীর্ণ হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অমর চাঁন নাগ বলেন, কালিগঞ্জ উপজেলার কেটুন এলাকার গোপাল দত্তের ছেলে লিখন দত্ত গংরা ভূমি দস্যু। আমার ভোগ দখলে থাকা ২ একর ১৯ শতাংশ জমিতে দীর্ঘদিন যাবৎ আমি আমার পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি।
যার তপসিল জেলা গাজীপুর থানা কালীগঞ্জ মৌজা কেটুন, সি এস ১৫,এস এ -৩৩, আর এস ৩ নং খতিয়ান, দাগ ২৭৫।
লিখন দত্ত গংয়েরা আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য সুমির চন্দ্র কর ও নেপাল চন্দ্র কর দুইজন ভারতীয় নাগরিকের কাছ থেকে ভুয়া কাগজ পত্র তৈরি করে আম-মোক্তার দলিল সৃজন করে আমাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার পায়তারা করছে। আমি এডিসি রেভিনিউ আদালত গাজীপুর-এ মিছ আ: ১৬/২২ দায়ের করি। লিখন দত্ত গংয়েরা আমাকে ও আমার পরিবার পরিজনদের হত্যার হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছি।
সংবাদ সম্মেলনে অমর চাঁন নাগের স্ত্রী সন্তান সহ পরিবারের ৫ জন সদস্য উপস্থিত ছিলেন।