জমে উঠেছে শায়েস্তাগঞ্জে ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন

0
1

শায়েস্তাগঞ্জে ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে আনন্দঘন পরিবেশ!

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। শহরের অলি -গলিতে শোভা পাচ্ছে সাদা-কালো পোস্টার ও রঙ্গিন ব্যানার। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, বসে নেই সমর্থকরাও। নির্বাচনকে ঘিরে শহরে বিরাজ করছে উৎসবের আমেজ। আগামী ৪ মার্চ শনিবার শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস)র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্যকসের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচনের তফসীল ঘোষণার পর পরই শুরু হয় প্রচারণা। ২২ ফেব্রুয়ারি প্রতীক পেয়ে কোমড় বেঁধে মাঠে নেমেছন প্রার্থীরা।

ব্যকস শায়েস্তাগঞ্জের আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ৫টি পদে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ ও দপ্তর-প্রচার সম্পাদক পদে একক প্রার্থী থাকায় এ পদে নির্বাচন হচ্ছে না। ৪ মার্চ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ব্যকসের আহবায়ক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান ও ব্যকসের সদস্য সচিব গাজীউর রহমান ইমরানসহ ব্যকস নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ৮২৩জন ভোটার আগামী তিন বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন।

এ নির্বাচনে সভাপতি পদে লড়ছেন সাবেক সভাপতি আবুল কাশেম শিবলু (ছাতা) ও মো.নজরুল ইসলাম (আনারস)। সহসভাপতি পদে তিনজন নির্বাচিত হবেন। এ পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আব্দুল ওয়াদুদ বাচ্চু (আম), ইয়াসি খান (তালাচাবি), মো. টেনু মিয়া (টেবিল), নুরুল হক বাবুল (রিক্সা), মকছুদ আলী (ফুটবল) ও সোহেল আহমেদ ভান্ডারী (উড়োজাহাজ)। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুকিত (চশমা), মনিরুল হক রানা (মোটরসাইকেল), আসাদুজ্জামান টুটুল (মাইক), সহ-সাধারণ সম্পাদক পদে বাবুল মিয়া (মোরগ), বিলাল মিয়া (হরিণ), সাংগঠনিক সম্পাদক পদে জামাল আহমেদ (ডাব) ও নাদিম আহমেদ রুবেল (দোয়াতকলম) প্রতীক নিয়ে লড়াই করছেন।

সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুর রকিব ও মো.আলী হায়দার সেলিম জানান, এ নির্বাচনে ব্যবসায়ীদের পাশাপাশি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও শায়েস্তাগঞ্জ থানা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। আমরা আশাবাদী একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবো।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন