জি নিউজ ডেস্কঃ: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র কিনেছেন । রোববার (১১ নভেম্বর) সকালে পার্টির কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু হলে মনোনয়নপত্র কেনেন এরশাদ। ঢাকা-১৭, রংপুর-৩ ও সাতক্ষীরা-৪ আসনে তার ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয়েছে বর্তমান সংসদের বিরোধীদলটির মনোনয়নপত্র বিক্রি।