ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন
মোঃজিয়াউল হক,শেরপুর প্রতিনিধিঃ “সমবায় শক্তি, সমবায় মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের লিঃ এর নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬অক্টোবর) সকালে উপজেলা রোড, শিমুলতীতে অবস্থিত ওয়াদুদ চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় এই অফিসের উদ্বোধন করা হয়।
সমিতির চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. জয়নাল আবেদিনের সঞ্চালনায় উক্ত নতুন অফিসের শুভ উদ্বোধন করেন, উপজেলা সমবায় অফিসার রুকুনুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন, নালিতাবাড়ী উপজেলা সমবায় অফিসার আমির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির
সকল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, অফিসের সকল কর্মকর্তা, কর্মচারি সহ সমিতির প্রায় দুই শতাধিক সদস্য সহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই সমিতির পূর্বের অফিসে যাবতীয় কার্যক্রম পরিচালনায় স্থান সংকুলান না হওয়া তারা সেটিকে বাদ দিয়ে নতুন
অফিসের উদ্বোধন করেন।