দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন প্রধানমন্ত্রী,শায়েস্তাগঞ্জে এমপি আবু জাহির

0
16

দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন প্রধানমন্ত্রী/ শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে এমপি আবু জাহির

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: “বাংলাদেশ আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের যে প্রতিশ্রæতি দিয়েছিল তা নিয়ে অনেক জ্ঞানপাপী কটাক্ষ করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রতিশ্রæতি অনুযায়ী ডিজিটাল বাংলা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এবার দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন তিনি”। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে নবীণ বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বাংলাদেশ উন্নত হয়েছে। শিক্ষাক্ষেত্রে তিনি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন। যা আগের কোন সরকার করতে পারেনি। এ সময় স্মার্ট বাংলাদেশ গঠন ও নিজেদের কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির শিক্ষায় আগ্রহী হওয়ার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এতে স্বাগত বক্তব্য রেখেছেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরীসহ অন্যান্যরা। অনুষ্ঠানে এমপি আবু জাহির কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন