নবীজী এক পরশ পাথর
=•=•=•=•=•=•=•=•=•=
এম হায়দার চৌধুরী
“”‘”””””””””””””””
মেষের রাখাল নবী আমার,
বালুময় দুর্গম মরু প্রান্তর,
স্রষ্টার সেরা সৃষ্টির বিষ্ময়,
বিশ্বময় এক পরশ পাথর।
দীনের নবী, দেখেন সবি,
সকল উম্মাতের আদত,
শেষ রাসূলের উম্মাত হওয়া
আল্লাহর রহমত।
রাসূল যাকে ভালোবাসেন
আল্লাহ বাসেন আরও
তোমারে পেতে প্রেমিকেরা
ধায় ধনী গরীব সে-ও।
রাসূল প্রেমিক, নবীর পথিক,
আমি এক হতভাগা?
যেতে যেতে মদীনার পথে,
আমি নির্ঘুম রাতজাগা।