নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে ট্রাক ও
সিএন্ডজির মুখোমুখি সংঘর্ষে সিএন্ডজির চালক ও একজন নারীসহ ৬ জন নিহত হয়েছে।
নিহত ৬ জনের মধ্যে ৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শিবপুর উপজেলার সাতপারা গ্রামের রহিম মিয়ার ছেলে সিএনজি চালক শাহিন (৩৫), একই উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে আবু বকর ছিদ্দিক (৪০), মনোহরদী উপজেলার চখরপদি গ্রামের ছমির উদ্দিনের মেয়ে মারুফা আক্তার (২৩) ও রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের বাসিন্দা মোস্তফা মিয়া (৪৮)। বাকী দুইজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
২৬ অক্টোবর দুপুর ১টার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকার ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ‘শনিবার দুপুরে ইটাখোলা থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি মনোহরদীর দিকে যাবার সময় পচাঁরবাড়ির এলাকায় পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ জন যাত্রী মারা যায়।’
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ছয়জনের মৃতদেহ উদ্ধার করে।
ওসি আফজাল হোসেন আরও বলেন, উদ্ধার করার পর তাদের মৃতদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।