নেত্রকোনায় ভোক্তা অধিকার আইনে কয়েকটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে জরিমানা।

0
63

জি নিউজ ডেস্কঃ নেত্রকোনা

জেলার মোহনগঞ্জ উপজেলার স্টেশন রোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট এসময় বিভিন্ন প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার আইনে অনিয়মের অভিযোগে অর্থ দন্ড দেয়া হয়।
এক কেজি মিষ্টির প্যাকেট এর ওজন ১৫৪ গ্রাম!!!গত ০৫-০৭-১৮ইং তারিখ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার স্টেশনরোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০০০০ টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মোহনগঞ্জ মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ৮০০০ টাকা এবং রাধুনি রেস্টুরেন্ট এন্ড ক্যাফেকে ৪৩ ধারায় ৫০০০ টাকা এবং স্মৃতি হোটেল এন্ড রেস্টুরেন্ট ওজনে কারচুপির জন্য(এক কেজি মিষ্টির প্যাকেট এর ওজন ১৫৪ গ্রাম) ৪৬ ধারায় ৭০০০ টাকা জরিমানা করা হয়।এসময় বিপুল পরিমান অতিরিক্ত ওজনের মিষ্টির প্যাকেট,বাসি খাবার,খোলা লবন ধ্বংস করা হয়।উক্ত অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলমের সাথে ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আব্দুল হক,জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন এবং মোহনগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার।সার্বিক সহযোগিতায় ছিল মোহনগঞ্জ উপজেলা প্রশাসন এবং নেত্রকোণা পুলিশ লাইন।জনস্বার্থে উক্ত অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন