নিজস্ব প্রতিবেদক গাজীপুরঃ নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে মানববন্ধন হয়েছে।
আজ ২৩ ফেব্রুয়ারী ২০২১ মঙ্গলবার সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারীর সভাপতিত্বে ও বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক তুহিন সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমবেশে বক্তব্য রাখেন, জাতীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, জাতীয় বীর মুক্তিযোদ্ধা ও গাজীপুর জেলা প্রেসক্লাবের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খন্দকার মোঃ হাছিবুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার সভাপতি মুছা খান রানা, গাজীপুর জেলা রিপোটার্স ক্লাবের কার্যকরী সভাপতি মোঃ আকরাম হোসেন, মোস্তাকিম, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, গাজীপুর জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, গাছা প্রেসক্লাবের সাংগঠকি সম্পাদক আশরাফুল আলম মন্ডল, কালিাকৈর প্রেসক্লাবের পক্ষে নির্বাহী সদস্য মহসিন মোল্লাহ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাযহারুল ইসলাম রবীন, গাজীপুর জেলা বিএমএসএফ’র আহবায়ক কমিটির সদস্য টিটু কান্তিকর, মোঃ হাসান আলী প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ গণমাধ্যম কিন্তু বারবারই লক্ষ করা যাচ্ছে,সেই ৪র্থ স্তম্ভ গণমাধ্যম কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারংবার আঘাত প্রাপ্ত হচ্ছে কোন না কোন সন্ত্রাসীদ্বারা হামলার শিকার,মামলার আসামি পুঙ্গত্ব বরণ এমনকি খুনের শিকার তারই ধারাবাহিকতায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে বোরহান উদ্দিন মুজাক্কির খুনের শিকার হোন,অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি এবং সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর বিশেষ আইন প্রনয়নের দাবিও করেন বক্তারা।
প্রতিবাদী মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা মিতু, সহসম্পাদক আঃ হামিদ খান, গাজীপুর জেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন মাষ্টার, দপ্তর সম্পাদক আলী আজগর খান পিরু, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি রমজান আলী রুবেলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্ধ অংশ গ্রহন করেন।