শাহাব মাহমুদ বাবু,ফেনী প্রতিনিধিঃ ফেনী শহরের রাজারঝি দিঘির তিন পাড়ে অবৈধভাবে গড়ে উঠা সাড়ে তিন শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গত কয়েক বছরে দফায় দফায় এ উচ্ছেদ অভিযান পরিচালানো করা হলেও উচ্ছেদের পরপরই আবার শুরু হয় অবৈধ দখলদারিত্ব।
খুঁটির জোরে এখানকার ব্যবসায়ীরা জেলা প্রশাসন ও পৌরসভার নির্দেশ অমান্য করে বারবার স্থাপনা তৈরি করে, এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
স্থানীয়রা বলছেন, একটি প্রভাবশালী মহল এখানকার ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করেন।
তাদের ছত্রছায়াতেই ব্যবসায়ীরা এখানে ব্যবসা চালিয়ে আসছেন।
তবে স্থানীয় ব্যবসায়ীরা জানান, তাদের কেউ নিয়ন্ত্রণ করেন না।
তারা কাউকে ভাড়াও দেন না।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে শুরু হয় এ উচ্ছেদ অভিযান।
ফেনী সদর উপজেলা ভূমি কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ ভূঞা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এন আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এর আগে গত দু’দিন ধরে ফেনী পৌরসভা কর্তৃপক্ষের মাধ্যমে সেখান থেকে দোকান সরিয়ে নিতে মাইকিং করা হলেও তাতে কর্নপাত করেনি দোকানীরা।
তবে ব্যবসায়ীদের দাবি নির্ধারিত সময়ের একদিন আগেই আজ হঠাৎই এ অভিযানে বিপাকে পড়েছেন তারা।
বিকল্প কর্মের ব্যবস্থা না করে উচ্ছেদে ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ীরা। গত দুই বছর আগেও এমন অভিযান চললেও কিছু দিনপরই আবারও সেখানে এসব দোকান তৈরি করা হয়। ফলে কোটি টাকা ব্যয়ে দিঘির পাড় জুড়ে ওয়াকওয়েসহ সৌন্দর্যবর্ধণের সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত হতে হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের দাবি এবার আর সে সুযোগ দেওয়া হবে না এসব অবৈধ দোকান মালিকদের।