জি নিউজ ডেস্কঃ
ওয়াদি আল জীন :
জিনের পাহাড়ে ঢুকার শুরুতে এই মন মুগ্ধকর লেক – যার চারপাশে পাথরের পাহাড় , পাদদেশে পানি ,একপাশে সবুজ খেজুর বাগান ,
এই হেভি পাথরের পাহাড়গুলো দেখলেই মনে পড়ে এই আয়াতের কথা :
আমি কি করিনি? ভূমিকে বিছানা এবং পর্বতমালাকে পেরেক ?“
[সূরা নাবা : ৬-৭]
সফর করলে সত্যিই ঈমান মজবুত হয় !!
জিনের পাহাড় : যেখানে দীর্য ১৩ কিলোমিটার রাস্তার উপর গাড়ীর স্টার্ট বন্দ /নিউট্রাল এ রাখলে পর্যায়ক্রমে গাড়ি খুব দ্রূতগতিতে মদিনার দিকে ছুটে চলে-
স্পিড ২০০ পর্যন্ত উঠে যায় গাড়ীর ,
কিন্তু স্পিড ব্রেক চেপে ৮০ তে কন্ট্রোল রাখতে হয় ….!