বরগুনায় জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সরকারি জমি দখল!

0
97

আমতলীতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের
আদেশ অমান্য করে সরকারি জমি দখল

মোঃ শহিদুল ইসলাম শাওন আমতলী(বরগুন)প্রতিনিধি:

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ও ভূমি অফিসের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন রাতের আঁধারে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী (বাধ) বাজারে সরকারী খাসজমি দখল করে মালিকানাধীন ভবন নির্মাণ করছেন ইউনুস দফাদরের ছেলে মিজানুর রহমান, কালাম শিকদারের ছেলে হাসান,রশিদ শিকদারের ছেলে কালছার, আমিন উদ্দিন খলিফার ছেলে ওহাব খলিফা, বারেক খানের ছেলে জামাল খান, সুলতান মৃধার ছেলে সুমন মৃধা, নিদাম রায়, কেশব রায়, বিবেক রায়, রামানন্দ রায় ও লক্ষণ রায়, মনু মহরি ।
খোঁজ নিয়ে জানাযায়, উপরে উল্লেখিতদের নামে সরকারী জমি অবৈধ দখল খালি করে দেওয়ার জন্য গত (২৯ নভেম্বর) ২০২২ ইংরেজি তারিখে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি নোটিশ সংশ্লিষ্টদের প্রদান করেন। নোটিশ বলা হয়, ৬ নং গোজখালী মৌজার ১ নং খতিয়ানের (১৫/৩০২৭) দাগের জমি নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে বর্নিত জমির ইমারত খালি করার এবং তদুপরিস্থ নির্মিত স্থাপনা, গৃহাদি অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
দখল বাজরা এ আদেশ অমান্য করে পুনরায় একাধিক নতুন ভবন নির্মাণ কাজে মেতে উঠেছেন, এযেন দেখার কেউ নাই। অবৈধ দখলদারের হাত থেকে সরকারী সম্পদ রক্ষায় এলাকাবাসী প্রশাসনের হস্ত—ক্ষেপ কামনা করছেন।
স্থানীয় লোকজন জানান,গুলিশাখালী ইউনিয়ন ভূমি তহসিলদার সুভাস বাবুর সাথে গোপনে যোগসাজসে এ কাজ করছেন বলে জানান।
এবিষয়ে অবৈধ দখলদার হাসান সিকদার বলেন, প্রশাসনের অনেকই বিষয়টা জানেন। আমরা তাদের সাথে যোগাযোগ করেই কাজ করতেছি।
আমতলী উপজেলা খাঁসজমি বন্দোবস্ত কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন